২০১৫ সালের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র মুসলিম প্রধান ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ইয়ামন এবং সোমালিয়ায় ২৩ হাযার ১৪৪টি বোমা ফেলেছে। যুক্তরাষ্ট্রের বেসরকারী গবেষণা সংস্থা কাউন্সিল অব রিলেশনাস রেসিডেন্ট-এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সবচেয়ে বেশী বোমা ফেলা হয়েছে আইএস অধ্যুষিত ইরাক ও সিরিয়ায়। ২২ হাযার ১১০টি বোমা ফেলা হয়েছে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এরপরে আফগানিস্তানে ৯৪৭টি। পাকিস্তানে ১১টি, ইয়েমেনে ৫৮টি এবং সোমালিয়ায় ১৮টি বোমা ফেলা হয়েছে। [এগুলি কথিত গণতান্ত্রিক বোমা। অতএব এতে মানুষ ও সম্পদ ধ্বংস হ’লেও কোন দোষ নেই। ধিক এইসব শান্তির মুখোশধারীদের (স.স.)]