শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ অবশেষে কর্মকর্তাদের ‘সহনীয় মাত্রায় ঘুষ’ খাওয়ার পরামর্শ দিলেন। গত ২৪শে ডিসেম্বর’১৭ রবিবার শিক্ষা ভবন পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) কর্মকর্তাদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে দুর্নীতির প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী এই পরামর্শ দেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, 'আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘুষ খাবেন, তবে সহনশীল হইয়্যা খাবেন। অসহনীয় হয়ে যদি বলা যায়, আপনারা ঘুষ খাইয়েন না, তাহ’লে সেটা অর্থহীন কথা হবে’। তিনি বলেন, ‘স্কুলে খাম তৈরী করা থাকে, আপনার কাজ হ’ল আপনি গেলেন, গেলে আপনার খামটা আপনার হাতে ধরাইয়া দিলে আপনি খাইয়্যা-দাইয়্যা তারপরে আসার সময় চলে আসবেন। আইস্যা রিপোর্ট দেবেন ঠিক আছে।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘খালি যে অফিসার চোর তা না, মন্ত্রীরাও চোর, আমিও চোর। সবাইকে আমাদের পরিবর্তন করতে হবে’।

উল্লেখ্য, দেশের ৩৬ হাযার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ডিআইএ কর্মকর্তারা সরকারের কাছে যে প্রতিবেদন দেন, তার উপর ভিত্তি করেই নানা সিদ্ধান্ত নেওয়া হয়।

[শিক্ষামন্ত্রী বাম আদর্শে বিশ্বাসী এবং ঘুষ লেনদেন তাঁদের ঘোষিত নীতির বিরোধী। কিন্তু ২০০৯ থেকে অদ্যাবধি ক্ষমতায় থেকেও তিনি ব্যর্থ। এতে বুঝা যায় যে, আল্লাহভীরুতার মাধ্যমে মানুষের আক্বীদা-বিশ্বাসের পরিবর্তন ব্যতীত শুধুমাত্র ক্ষমতা দিয়ে সমাজ পরিবর্তন স্থায়ী ফলদায়ক নয় (স.স.)]






আরও
আরও
.