সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা!

কুসংস্কারাচ্ছন্ন এই সমাজে দ্বীনে হকের প্রচার ও প্রসারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর বার্ষিক ‘তাবলীগী ইজতেমা’র গুরুত্ব অপরিসীম। প্রতি বছর ইজতেমায় পূর্ব নির্ধারিত বিষয় সমূহের উপর দলীল ভিত্তিক আলোচনা শ্রোতাদের মনে গভীরভাবে রেখাপাত করে। ফলে হাযার হাযার মানুষ প্রতিনিয়ত বিশুদ্ধ দ্বীনের পথে ফিরে আসছেন। ১৯৮০ সালে সংগঠনের উদ্যোগে ঢাকায় আয়োজিত প্রথম জাতীয় সম্মেলনের পর ১৯৯১ সাল থেকে বিগত ৩০ বছর যাবত এই ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমার পরিসরও প্রতিনিয়ত ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। ফলে বর্তমানে একটির স্থলে পাঁচটি প্যান্ডেল করেও স্থান সংকুলান হচ্ছে না। এমতাবস্থায় ২০২১ সালের তাবলীগী ইজতেমার শেষ দিনে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব আগামীতে নিজস্ব ময়দানে তাবলীগী ইজতেমা করার জন্য ৫০ থেকে ১০০ একর জমি ক্রয়ের ঘোষণা দেন এবং সাথে সাথে বহু আগ্রহী ভাই নগদ অর্থ ও প্রতিশ্রুতি প্রদান করেন।

উল্লেখ্য যে, প্রস্তাবিত ইজতেমা ময়দানে বিশুদ্ধ দ্বীন শিক্ষার সর্বোচ্চ কেন্দ্র হিসাবে ১৯৯৪ সাল থেকে আমীরে জামা‘আতের স্বপ্নের দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র সহ প্রয়োজনীয় অন্যান্য প্রতিষ্ঠান সমূহ থাকবে ইনশাআল্লাহ। যা বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন। অতএব দানশীল ভাই-বোনদেরকে উক্ত বিশাল প্রকল্প বাস্তবায়নে উদার হস্তে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাচ্ছি। উল্লেখ্য, প্রতি কাঠা জমির মূল্য সম্ভাব্য ১০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং ইজতেমা ময়দানে প্রতিজনের বসার স্থানের সম্ভাব্য মূল্য ২৫০০/- (আড়াই হাযার) টাকা।

অতএব দানশীল ভাই-বোনদেরকে অন্তত এক কাঠা জমির মূল্য অথবা সামর্থ্য বিবেচনায় কমপক্ষে একজন বসার স্থানের সমপরিমাণ মূল্য দান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তবে যিনি যত বেশী দান করবেন তার নেকীর পাল্লা তত ভারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে উক্ত মহতী কাজে শরীক থাকার তাওফীক দান করুন- আমীন!


টাকা প্রেরণের হিসাব

তাবলীগী ইজতেমা ফান্ড

একাউন্ট নং ০০৭১২২০০০০৭১৭

আল-আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।

বিকাশ ও নগদ নং ০১৭৯৭৯০০১২৩;

রকেট নং ০১৭৯৭৯০০১২৩০

সার্বিক যোগাযোগ : দারুল ইমারত আহলেহাদীছ, নওদাপাড়া, রাজশাহী। মোবাইল : ০১৭১১-৫৭৮০৫৭, ০১৭৯৭-৯০০১২৩।






আরও
আরও
.