শান্তির সুধা বইয়ে দিতে

আসছে ফের রামাযান,

যে এ মাস লাগাবে কাজে

সেই তো বড় ভাগ্যবান।

ছোট-বড় যত গুনাহ করেছি

গত এগারো মাসে ভাই

আল্লাহর নিকটে চাইব ক্ষমা

তিনি যে পরম দয়াময়।

কুরআনুল কারীম নফল ছালাত

পড়ব এ রামাযানে

নফল দান করব এ মাসে

আল্লাহ তুষ্টির মানসে।

ত্রিশটি ছিয়াম রাখব মোরা

রাসূলের মতানুসারে,

অশ্লীল কর্ম ছাড়ব মোরা

এ জীবনে চিরতরে।

রামাযান পেয়েও যে ব্যক্তি

জান্নাত লভিতে পারবে না,

মহা সুযোগ হারিয়ে সে হবে

হতভাগাদের একজনা।

রহমত, বরকত, মাগফেরাত নিয়ে

আসে ফি বছর রামাযান,

এ মাসে নিজেকে শুধরাতে হবে

রাখতে হবে ছাওম।

তাই এসো ভাই এ মাসটি

নেকীর কাজে কাটাই,

ঈমান নিয়ে নেক আমল করব

জান্নাতুল ফেরদাঊস লাভের আশায়।







বিষয়সমূহ: আমল
আরও
আরও
.