হে আল্লাহ! তুমি দাও মোরে প্রশান্ত অন্তর

তোমার ফায়ছালায় খুশিতে করি শোকর।

তোমার দান ও অনুদানে হই না হতাশ,

তোমার কাছে জবাবদিহিতায় করি বিশ্বাস।

হে প্রভু! দ্বীনের প্রতি দৃঢ় রাখ মোর মন

রহমতে ঢেকে দাও কর মোরে যতন।

মজবুত রাখ মোরে যেন পিছলে না পড়ি

হেদায়াতের পথ যেন আমি ভুল না করি।

প্রভু! তোমার কাছে চাই সকল নে‘মত

শোকর করি তোমার, কর মোরে হেফাযত।

হে আল্লাহ! আমি তো মানুষ করি কত ভুল

আমি অসহায়, আমার দো‘আ কর কবুল।

আমি বিপদগ্রস্ত, দাও মোরে স্থায়ী ঈমান

দাও বেশী রহমত, বাড়াও মোর সম্মান।

আমি যে মিসকীন, আছে অভাব অনটন

দাও সম্পদ করি ইবাদত সারাক্ষণ।

সত্যবাদী ইয়াক্বীন দাও, দাও সঠিক ধর্ম

ক্ষমা কর সব পাপ, যতসব অপকর্ম।

সকল কলঙ্ক হ’তে মোরে রাখ নিরাপদ

সুখ দাও শান্তি দাও, দিওনাকো মুছীবত।

সম্পদের প্রাচুর্যে মোরে করোনা কলঙ্কিত।

-মুহাম্মাদ গিয়াসুদ্দীন

ইব্রাহীমপুর, ঢাকা-১২০৬।







আরও
আরও
.