হে আল্লাহ! জ্ঞান দিয়ে কর মোরে বিত্তবান
সহিষ্ণুতা দিয়ে বাড়াও জ্ঞানের পরিমাণ,
ত্বাকওয়ার গুণে দাও মোরে বিপুল সম্মান
তুমি মোরে দাও প্রভু নিরাপদ অবস্থান।
হে আল্লাহ! আমিতো মানুষ, আছে ভুল-ভ্রান্তি
কাউকে যদি কষ্ট দেই, দাও তারে শান্তি,
আমি আশ্রয় চাই জাহান্নামের আযাব হ’তে
পানাহ চাই তোমার গযবের কবল হ’তে।
জাহান্নামের পথ থেকে কর মোরে উদ্ধার
হে আল্লাহ! ক্ষমাকারী পরওয়ারদিগার!
মরণব্যাধি করোনা হ’তে দাও মোদের মুক্তি
তুমি বিনে মুক্তি দানের নাই কারো শক্তি।
যা কিছু মোর আছে গোপন কর হেফাযত
সকল কাজ সহজ কর দাও বরকত।
তব রহমতে ঢেকে দাও মোর চারিধার
জাহান্নামের অগ্নি থেকে কর মোরে উদ্ধার।
তোমার সব নে‘মত দাও মোরে ভোগ করি
মনের বাঁধন খুলে দাও যেন হক না ছাড়ি।
প্রভু! আমি দরিদ্র মিসকীন মুসলমান
সকল উত্তম বস্ত্ত তুমি কর মোরে দান।
তব কুরআন-হাদীছে আমি এনেছি ঈমান
ইহ-পরকালে তুমি কর মোরে শান্তি দান।
রিযিক দাও নিজ দয়ায় করো না লজ্জিত
বরকত দাও যা দিয়েছ করো না বঞ্চিত।
হৃদয়ে দাও প্রাচুর্য কর হেফাযত
মনে দাও আগ্রহ যেথায় আছে নে‘মত।
মুহাম্মাদ গিয়াছুদ্দীন
ইবরাহীমপুর, কাফরুল, ঢাকা।