আল্লাহ প্রেমিক ইবরাহীম (আঃ)
আতিয়ার রহমান
মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
স্মৃতিপটে দেয় উঁকি আজ
ইবরাহীম (আঃ)-এর কুরবানী,
পরীক্ষিতে দোশত আল্লাহর
নেমে এলো তাঁর বাণী।
আকাশছোঁয়া অগ্নিশিখা
কেশরাজি যার পুড়লো না,
এমন ঈমান আনতে পারে
এই ধরাতে কয়জনা?
খুব আদরের স্নেহে ভরা
একটি মাত্র সন্তানে
আল্লাহর আদেশ তাই নিয়ে যায়
করতে যবেহ ময়দানে।
যেমন পিতা তেমন পুত্র
তেমন মাতা হাজেরা।
শয়তানের ঐ পাতা ফাঁদের
ব্যর্থ হ’ল সব কলা।
আল্লাহ প্রেমিক আশেক ইলাহী
জয়ী হ’লেন সর্বদিক,
আল্লাহর দেওয়া পিতার খেতাব
পেলেন তিনি তাই যে ঠিক।
মিল্লাতেরই পিতা তিনি
আল্লাহর দেওয়া এই খেতাব,
বিজয় মুকুট তার শিরেতে
নাই মোটে তাই দুঃখ-তাপ।
***
ঈদের খুশি
মুহাম্মাদ শহীদুল্লাহ
নলত্রী, পানিহার, গোদাগাড়ী, রাজশাহী।
ঈদ এসেছে ঘরে ঘরে
খুশির আয়োজন,
ঈদের খুশি বিলিয়ে দেয়া
সবার প্রয়োজন।
খোকা-খুকির মুখে হাসি
কারণ খুশির ঈদ,
নিশী জেগে হর্ষে মেতে
হারিয়েছে নিদ।
খোকা-খুকু দল বেঁধে তাই
দেখছে ঈদের চাঁদ,
তাদের মনে খুশির জোয়ার
যেন আনন্দেরই নাদ।
সবার মুখে নব পুলকে
নব খুশির রব,
এক সাথে সবে পালন করবে
ঈদেরই উৎসব।
মুসলিম উম্মাতের মাঝে
ঈদের খুশি ভাই,
তাইতো সবাই সেজেগুজে
ঈদ করিতে যাই।
***
সাত ভাগে নয় এক ভাগে
আব্দুল খালেক
পাটকেলঘাটা, তালা, সাতক্ষীরা।
মুসাফিরের কছর ছালাত সন্দেহ নেই তাতে,
মুকীমেতে পূর্ণ ছালাত জানি হাদীছ মতে।
নিষেধ পালন নবীর বিধান ব্যক্তি মত নয়,
ব্যক্তি মত বিদ‘আত বিধায় ত্যাজ্য সর্বদাই।
সফরে ছিয়াম ছেড়ে মুকীমিতে ধরে,
এর বিপরীত মানুষ করবে নারে।
যিনি প্রচারিলেন রবের এ অহী,
সে মতেই কুরবানী সবার হবে যে ছহীহ।
সাতজনে এক গরু ভ্রমণে যবে,
অনুরূপ গৃহেতে সুন্নাত না হবে।
সমাজের মাঝে সবে এ বিধান মানে,
সাতজনে এক পশু সঠিক কেমনে?
দয়াময় দাও জ্ঞান বিদ‘আতী হৃদয়ে,
সুন্নাতের আবাদ হোক ছহীহ হাদীছ মতে।
সাত ভাগে এক গরু গুরুর বিধান,
হাদীছের বিধান মেনে কর কুরবান।
অখন্ড খুন ইসমাঈলের তুষ্ট হ’লেন রব
রক্ত-গোশত চান না তিনি তাক্বওয়াটাই সব।
এসো করি আন্দোলন
মুহাম্মাদ নাজমুছ সা‘আদাত
পাটকেলঘাটা, সাতক্ষীরা।
প্রকৃত মানুষ গঠনে এসো করি আন্দোলন
অহি-র বিধান কায়েম করতে এসো করি সংগঠন।
বিশুদ্ধ আক্বীদা গড়তে এসো হই সোচ্চার
ইসলামী পরিবার গড়তে এসো করি অঙ্গীকার।
শান্তিপূর্ণ সমাজ গড়বো তাই করেছি পণ
ইসলামী বিধান দেশে করব বাস্তবায়ন।
সবখানে সোনামণি করব গঠন
শিশু নিরপত্তা করব বাস্তবায়ন।
রাসূলের আদর্শে গড়ব জীবন
ঘটাবো মোরা আদর্শের প্রতিফলন।
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো রুখে
সমাজে মোরা থাকবো শান্তি-সুখে
নৈতিক অবক্ষয় সমাজ থেকে করে মূলোৎপাটন
সমাজ জীবনে ইসলামী আদর্শ করব বাস্তবায়ন।