গাযী সুমাইয়া
লক্ষ্মীকোল, রাজবাড়ী।
প্রিয় আত-তাহরীক!
তুমি আমার হৃদয় মাঝে ভালোবাসার ফুল,
তুমিই জানাও মোদের কুরআন-হাদীছ মূল।
১৯৯৭-এর সেপ্টেম্বরে তোমার চলা শুরু,
তোমার সাথে আছি সদা ভুলিনি তোমায় কভু।
তাহরীক তুমি কেচ্ছা-কাহিনী হ’তে নিজেকে রাখ দূরে,
কুরআন-হাদীছের সঠিক দাওয়াত পাই তোমায় পড়ে।
শুরুতে সম্পাদকীয় আর শেষে চল্লিশটি ফৎওয়া,
ভেতরে ধর্ম, সমাজ ও সাহিত্যের অমূল্য জ্ঞানের ছোঁয়া।
এমন পত্রিকা অন্য কোথাও যায় না খুঁজে পাওয়া,
আত-তাহরীক তুমি চিরজীবি হও এটাই মোদের দো‘আ।
প্রিয় আত-তাহরীক! তুমি সর্বদা সামনে আগুয়ান,
তোমায় পাঠে লাভ করি মোরা কুরআন-হাদীছের জ্ঞান।
তাহরীক তুমি শিরক-বিদ‘আত আর
জাল-যঈফ হাদীছকে দাওনা ঠাঁই,
এগিয়ে চলো আত-তাহরীক!
আমরা সর্বদা তোমার সোচ্চার কণ্ঠ চাই।