গাযী সুমাইয়া

লক্ষ্মীকোল, রাজবাড়ী।

প্রিয় আত-তাহরীক!

তুমি আমার হৃদয় মাঝে ভালোবাসার ফুল,

তুমিই জানাও মোদের কুরআন-হাদীছ মূল।

১৯৯৭-এর সেপ্টেম্বরে তোমার চলা শুরু,

তোমার সাথে আছি সদা ভুলিনি তোমায় কভু।

তাহরীক তুমি কেচ্ছা-কাহিনী হ’তে নিজেকে রাখ দূরে,

কুরআন-হাদীছের সঠিক দাওয়াত পাই তোমায় পড়ে।

শুরুতে সম্পাদকীয় আর শেষে চল্লিশটি ফৎওয়া,

ভেতরে ধর্ম, সমাজ ও সাহিত্যের অমূল্য জ্ঞানের ছোঁয়া।

এমন পত্রিকা অন্য কোথাও যায় না খুঁজে পাওয়া,

আত-তাহরীক তুমি চিরজীবি হও এটাই মোদের দো‘আ।

প্রিয় আত-তাহরীক! তুমি সর্বদা সামনে আগুয়ান,

তোমায় পাঠে লাভ করি মোরা কুরআন-হাদীছের জ্ঞান।

তাহরীক তুমি শিরক-বিদ‘আত আর

জাল-যঈফ হাদীছকে দাওনা ঠাঁই,

এগিয়ে চলো আত-তাহরীক!

আমরা সর্বদা তোমার সোচ্চার কণ্ঠ চাই।






অন্ধ গোরের বাতি - আব্দুল্লাহ আল-মা‘রূফআরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আতঙ্কের নাম করোনা
আশা-দুরাশা - আমীরুল ইসলাম (মাষ্টার)ভায়া লক্ষ্মীপুর, বাঁকড়া, চারঘাট, রাজশাহী।
কে বলে নিরাকার? - মুস্তফা কামালবুড়িমারী, পাঠগ্রাম, লালমণিরহাট।
আহবান - মুহাম্মাদ মাসঊদুর রহমানতালা, সাতক্ষীরা।
তোমার পথে - ইউসুফ আল-আযাদপ্রভাষক, হালবা টেংগুরিয়াপাড়া ফাযিল মাদরাসাবাসাইল টাংগাইল।
তোমার দয়ায়
আত-তাহরীক - মুবাশ্বিরুল ইসলাম৭ম শ্রেণী, নওদাপাড়া মাদরাসা, রাজশাহী।
পৃথিবী - কাযী মুহাম্মাদ আব্দুর রহীমজামালগঞ্জ, জয়পুরহাট।
রক্তের প্রতিবাদ - নাছির ফরহাদধর্মদহ, দৌলতপুর, কুষ্টিয়া।
ছহীহ পথে চলো - মুহাম্মাদ রাকীবুল ইসলাম বিল্লী বাজার, তানোর, রাজশাহী।
সব বলে দিব - আবুল কাসেমগোভীপুর, মেহেরপুর।
আরও
আরও
.