ধর্ম, সমাজরীতির অাঁড়ালে ওরা

সীমাহীন নিকৃষ্ট, মানবতা বিরোধী

দিবা-রাত্রির অাঁধারে কত অন্যায় ওদের

সমুদ্রের স্রোতের মত ভেসে বেড়ায় বিশ্বজুড়ে

স্বাধীনতার নামে বা স্বাধীনতার মাঝে

সারা পৃথিবী আজ আতংকিত,

হায়েনার মত হিংস্র ক্ষমতাসীন মানুষগুলো

মযলূম জনতার উপর!

ফিলিস্তীনে শিশুর কান্না, মায়ের আহাজারি

আকাশ-বাতাস ঐ আর্তনাদে উঠেছে হয়ে ভারি।

পেট্রোল বোমা, ড্রোন ও বিমান হামলায়

মানুষ মারো তোমরা

পাইনি খুঁজে কোন ধর্মে এর সমর্থন,

মানুষ মেরে মানুষের শান্তিধারা

বৃথা শুধু চেষ্টাই হবে অকারণ।

কুরআন-বাইবেল বলেনি মানুষ হত্যা কর

বেদ-গীতাও করেনি এর সমর্থন,

ত্রিপিটক বলে আমিও চাই নাই

মানুষের এমন নিষ্ঠুর আচরণ!

তবে কেন তোমরা হয়ে আজ গোমরাহ

ঘুমন্ত মানুষকে করছ লাশ

ধর্মীয় অনুশাসন ভুলে তোমরা আজ

যারা পৃথিবীর করছ সর্বনাশ,

সন্ত্রাস করে চাও সন্ত্রাস দমন?

মানুষ না মেরে মানুষের জীবন বাঁচানোর

প্রচেষ্টা হবে সর্বাগ্রে,

সমঝোতা সন্ধি মুক্তি পাবে দ্বন্দ্বী

মানবের প্রতি ভালবাসা যদি থাকে

সবার আগে।






আরও
আরও
.