রাতের শেষে আবার এসেছে রাত

নিয়ে এসেছে নিঃসীম অন্ধকার,

সাত সাগরের ফেনায় ফেনিয়া ওঠে

ঐ অতল পারাবার।

তুমি কখন জাগবে ওহে মুওয়াযযিন!

আযান দিবে ঐ মিনারে,

তবেই জাগবে মুসলিম মুজাহিদ

স্থান নিবে জামা‘আতের কিনারে।

কাঁধে কাঁধ মিলিয়ে কাতারে শামিল হয়ে

গড়ে তোল বিশাল কাতার ফের,

তুমি যদি না জাগ আজ হে মুওয়াযযিন!

কাটবে নাক অাঁধার হবে নাক ভোর।

মোদের আমামা নিয়ে কে বাঁধিছে মাথা

তুমি সন্ধান নাও তার,

প্রবঞ্চকের খোলসে চলিছে যালিম অত্যাচারী

অবসর তাকে দিয়ো নাক পালাবার।

তুমি কি শুন না মযলূমের আর্তধ্বনি

মার খেয়ে আসছে নিঃসাড় হয়ে,

আর ঘুমাইও না বন্ধ করে দ্বার

সময় যাচ্ছে বয়ে।

তুমি কি শুন না শত আর্তের আহাজারি

এই প্রান্তরে আবার উঠেছে ফুটি,

জাগো জাগো জেগে ওঠ আজই

তোমাকে জাগতেই হবে সকল বাধা টুটি।


-ইউসুফ আল-আযাদ

আরবী প্রভাষক

টেঙ্গুরিয়াপাড়া ডিগ্রী মাদ্রাসা, টাঙ্গাইল।







আরও
আরও
.