ইসলামের কার্বন কপি আহলেহাদীছ আন্দোলন,

অজ্ঞতার অন্ধকারে অহি-র পথ প্রদর্শন।

কোন মতের নাম নয়, এটি একটি সরল পথের নাম,

দুনিয়া নয় জান্নাত পিয়াসীদের মাকছূদে মাকাম।

কথা, কলম, সংগঠন দিয়ে করে হকের লড়াই,

হুকুমত নয়, তাওহীদ কায়েমে জীবন বিলায়।

সবখানে রয়েছে তাদের বিশ্ব পরিচয়,

কোথাও লা-মাযহাবী, কোথাও মুহাম্মাদী, কোথাও সালাফী কয়।

গদীর লোভে নোটের কাছে এরা হয় না বিক্রয়,

ঈমান আমল করে না বরবাদ ভোট ভিক্ষুক নয়।

উচ্ছিষ্ট মতবাদের আজ ভেজাল রাজনীতি,

নীতি শুধু কথায় থাকে আড়ালে উদর প্রীতি।

মাথা গণনার তন্ত্রে, পন্ডিতের চেয়ে যদি অধিক থাকে গাধা,

ব্যস! ওটাই হ’ল গণতন্ত্র আর থাকে না বাধা।

এ কেমন বিষবৃক্ষ, ফল খেয়ে মরি হায়,

পাসের গাধা মুচকি হাসে, ফেলের পন্ডিত মরে লজ্জায়।

পাস-ফেলের এই জুয়া খেলা চলবে কত দিন,

মানব তৈরী ভোট বিধানে নেতা ক্ষমতাসীন।

এভাবেই চলে আল্লাহর সার্বভৌমত্বের অবাধ ছিনতাই,

মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পায় কুফরী পন্থায়।

তাই অশান্তির কারবালা আমাদেরই কর্মফল,

নিয়ত দোষে আমল নষ্ট পরিণাম নিস্ফল।

জ্ঞান-বিজ্ঞানের এই সময়ে আমরা আছি পিছিয়ে,

ইজতিহাদের দরজা খুলে যেতে হবে এগিয়ে।

শিরক-বিদ‘আতের জঞ্জাল করতে হবে পরিস্কার,

তাক্বলীদের কঠিন পর্দা ঝুলবেনা সামনে আর।

বদলে যাবে অহি-র আলোয় রসম-রেওয়াজের পরিবেশ,

নির্ভেজাল আক্বীদায় উঠবে গড়ে সুখী সোনার বাংলাদেশ।

সেই চেতনার মহা নিনাদে আসুক আবার জাগরণ,

ইসলামের কার্বন কপি ‘আহলেহাদীছ আন্দোলন’।






আরও
আরও
.