হকের পথে চলতে গিয়ে আসছে অনেক বাধা

সঠিক আমল করব সদাই মানব না কোন বাধা।

বাপে বলে কপাল পোড়া আহলেহাদীছ ছাড়

ইমাম ছাহেব যেমন পড়ে তেমন ছালাত পড়।

ত্যাজ্যপুত্র করব তোমায় দেখবে আমার ঠেলা

নতুন ধর্ম তোমায় দিয়ে করছে ওরা খেলা।

মায়ে বলে হতচ্ছাড়া তুমিতো অবুঝ ছেলে

অল্পদিনে বেশী বুদ্ধি কোথায় তুমি পেলে।

তোমায় ভালবাসত যারা আপন পরে মিলে

এখন ওরা সবাই বলে গ্রামের দুষ্টু ছেলে।

মার খেয়েছি গাল খেয়েছি ব্যথা পেলাম কথায়

সব লেখাগুলো রইল জমা আমার মনের খাতায়।

যতই দিবে দুঃখ-জ্বালা হৃদয় ভরে নিব

ক’দিন পরে আল্লাহ কাছে সবই বলে দিব।






আরও
আরও
.