আব্দুল খালেক, তালা, সাতক্ষীরা।

সৎকর্মশীল সাথী আমার দাওগো ভুবন মাঝে,

যাদের দেখে হৃদয় ও মন নতুন রূপে সাজে।

চলুক তারা হকের পথে সত্য সনাতন,

মিথ্যা, মেকি, ফাঁকি যেন হয় গো নিরসন।

আযাব-গযব বিমুখ হয়ে থাকুক সঠিক পথে,

দেখুক ভুবন ভ্রমণ সাথী পায় সে সীরাতে।

অযুত জ্ঞানে জ্ঞানী কেহ অর্থ বিত্তশালী,

সব যে যাবে ফানা হয়ে দেখবে নয়ন মেলি।

ধন-দৌলত জমা-জমি চাই না রহমান,

ভাল সাথী দাও দয়াময় এ মোর আহবান।






আরও
আরও
.