মহা বিশ্বের পরমাণু সহ সর্ব সৃষ্টি যাঁর,

নির্দেশ বলে অবিরত চলে

তিনি মোদের পরোয়ার।

তিনি তো গফূর তিনি গফ্ফার রহীম ও রহমান,

তনু মন মম সর্ব সত্তা সকলি তোমার দান।

ক্ষমাশীল তুমি ক্ষমা কর মোরে আমি তো পাতকী তাই

সিজদায় পড়ি অাঁখি নীর ছাড়ি তব কাছে ক্ষমা চাই।

দয়াবান তুমি দয়া কর মোরে হে গফূর ও গফ্ফার!

জানি আমি জানি তোমার তো সদা মুক্ত ক্ষমার দ্বার।

ভালোবাস তুমি করিতে ক্ষমা তুমি বড় দয়াবান,

তোমাকে সপিনু যা আছে আমার চাহি নাকো প্রতিদান।







আরও
আরও
.