মহা বিশ্বের পরমাণু সহ সর্ব সৃষ্টি যাঁর,

নির্দেশ বলে অবিরত চলে

তিনি মোদের পরোয়ার।

তিনি তো গফূর তিনি গফ্ফার রহীম ও রহমান,

তনু মন মম সর্ব সত্তা সকলি তোমার দান।

ক্ষমাশীল তুমি ক্ষমা কর মোরে আমি তো পাতকী তাই

সিজদায় পড়ি অাঁখি নীর ছাড়ি তব কাছে ক্ষমা চাই।

দয়াবান তুমি দয়া কর মোরে হে গফূর ও গফ্ফার!

জানি আমি জানি তোমার তো সদা মুক্ত ক্ষমার দ্বার।

ভালোবাস তুমি করিতে ক্ষমা তুমি বড় দয়াবান,

তোমাকে সপিনু যা আছে আমার চাহি নাকো প্রতিদান।







মানবতার জয় - এফ.এম. নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
নরপশু নরপশু
ইসলামের কার্বন কপি - মুহাম্মাদ মোমতায আলী খান ঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
দেখবে না কেউ - এফ.এম. নাছরুল্লাহ হায়দার কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
রোহিঙ্গা শিশুর কান্না - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
ছাড় অাঁখি বারি - ডাঃ আব্দুল খালেক খানপাটকেল ঘাটা, তালা, সাতক্ষীরা।
ফিরক্বা নাজিয়াহ - মুহাম্মাদ মোমতায আলী খাঁনঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
আত-তাহরীক - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
কুরবানী - আব্দুল খালেকপাটকেলঘাটা, তালা, সাতক্ষীরা।
নিঃস্বার্থ ভালবাসা - আমীরুল ইসলাম (মাষ্টার)ভায়া লক্ষ্মীপুর, চারঘাট, রাজশাহী।
উলঙ্গ নেকাব
আকাঙ্ক্ষা
আরও
আরও
.