পৃথিবী যখন নিস্তব্ধ ঠিক তখন জেগে ওঠে মুত্তাক্বী

নরম বিছানা ত্যাগ করে ছালাতে দাঁড়ায় রবের লাগি।

গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে,

নীরব প্রকৃতির নিস্তব্ধতায় সে শেষ রাতে জাগে।

তন্দ্রা-নিদ্রা বিসর্জন দিয়ে দু’নয়নে সে অশ্রু ঝরায়

ভাগ্যবান মুমিন সেই যে রবের ডাকে সাড়া দেয়।

শেষ রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ,

তাঁর আহবানে সাড়া দিয়ে দু’হাত তুলে বান্দা।

পাপী-তাপী, দীন-দুঃখীদের ডাকতে থাকেন রব

তাঁর ডাকে সাড়া দেয় যে, পূরণ হয় তার চাহিদা সব।

-আশিকুর রহমান খাঁন

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী

নওদাপাড়া, রাজশাহী।






বিষয়সমূহ: ছালাত
আরও
আরও
.