নিদ্রার আচ্ছন্নতাকে প্রতিহত করে
মনঃসংযোগ করেছি ফযরের আযানের তরে।
পবিত্রতার পরশ ছুয়ে চলে কায়,
পাপ মোচন করতে সদা মসজিদে যাই।
ইক্বামতে সাড়া দিয়ে কাতারবদ্ধ হই,
সিজদাস্থানে দৃষ্টি রেখে আল্লাহু আকবার কই।
বিতাড়িত শয়তানকে আবদ্ধ করে,
আল্লাহর নামে উম্মুল কুরআন দেই শুরু করে।
অর্ধ নমনীয় মস্তকে করি রুকূতে গমন,
আত্মসমর্পণ করতে তাই রাফঊল ইয়াদায়েন।
সিজদাতে লুটিয়ে দেই মোর শির,
রবের নিমিত্তে নত আমি যে সু-স্থির।
তাশাহহুদে বসে আমি সালাম পূর্বক্ষণে,
কৃত কর্মের জন্য কাঁদি অতি সংগোপনে।
প্রার্থনা মোর কবুল কর হে পরোয়ারদিগার!
গফূর-গাফফার তোমার নাম জপি বারংবার।