ইজতেমা সফল হোক

মুহাম্মাদ মনীর হোসাইন, কুয়েত।

বছর ধরে অধির আগ্রহে থাকি

কবে আসবে মাস ফেব্রুয়ারী

আহলেহাদীছ আন্দোলনের ইজতেমা হবে

রাজশাহীর মাটি ধন্য হবে।

আল্লাহর কালাম তেলাওয়াতে

শুরু হবে ইজতেমা,

শফীকুল ভাইয়ের জাগরণীতে

প্যান্ডেল হবে মাতোয়ারা।

দু’দিনব্যাপী চলবে ইজতেমা

যেন এক জান্নাতী সমাহার,

সেথায় আলেমগণের প্রতিটি কথা

কুরআন ও হাদীছ নির্ভর।

থাকে না সেথায় সস্তা কাহিনী

থাকে না কথা মনগড়া,

ভাষণ হয় অহি-র আলোকে

নির্দেশ নেতার খুব কড়া।

এই ইজতেমার মধ্যমণি

বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন,

তাঁর ভাষণে বিশ্ববাসী

পায় যে দিশা দ্বিধাহীন।

তাই মনে বড় আশা জাগে

চলে যাই সেই ইজতেমায়

সাধ আছে মোর যে সাধ্য নাই

আছি আমি প্রবাসে তাই।

আল্লাহর কাছে দো‘আ করি

দিবা-যামী সব সময়,

পরিবেশ যেন ভাল থাকে

যেন ইজতেমা সফল হয়।

মাতৃভূমি

মুহাম্মাদ তরীকুল ইসলাম

নওদাপাড়া মাদরাসা, রাজশাহী।

ছোট্ট মোদের মাতৃভূমি

নাম তার বাংলাদেশ,

সবুজ-শ্যামলিমায় ভরা

অপরূপ শোভার নেই শেষ।

সুজলা-সুফলা সোনালী ফসলে

সুশোভিত তার মাঠ-প্রান্তর,

কৃষাণ-কৃষাণী কাজ করে হেথা

ক্লান্তিহীন নিরন্তর।

পাখির কল-কাকলি আর সুমধুর গান

মন যে কেড়ে নেয় রাখালের তান।

দিন শেষে রাখাল ছেলে

ফিরে নিজ নীড়ে,

গরু-বকরীর পাল লয়ে যায় তেড়ে।

পালতোলা নাও বেয়ে যায় মাঝি-মাল্লা

মুখে তার সারিগান লা শারীকাল্লাহ।

মতৃভূমি বাংলায় মোরা সবাই মুসলমান

আল্লাহর বিধান মেনে চলি সদা

দৃঢ় করি আক্বীদা-ঈমান।

দিনমজুর

এফ.এম. নাছরুল্লাহ

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

দিনমজুর দিন খেটে রোজ

জোগায় অন্ন ভাত,

ক্লান্ত দেহে শান্তি সুখে

কাটায় প্রতি রাত।

ভাবনা ওদের জোগাতে হবে

নিত্য দিনের রুযী,

কখনো থাকে অনাহারে

পায় না কর্ম খুঁজি।

নেই তো মনে স্বপ্ন কোন

ভবিষ্যতের পুঁজি,

দুঃখ ভরা কষ্ট বুকে

আমরা নাহি বুঝি।

নিত্য দিনের সংগ্রামে

ঝরছে কত ঘাম,

শক্ত হাতে কষ্ট করে

পায় না তবুও দাম।

মাতা-পিতার সেবা

আব্দুর রহমান মোল্লা

বংশাল, ঢাকা।

সুখ চাও যদি তোমার জীবনে

কর ইহসান মাতাপিতার সনে।

যে জগৎ দেখাল দশমাস পেটে বয়ে

নিজে শীতে ঠান্ডা সয়ে গরমে বাতাস দিয়ে।

যে তোমায় করল লালন অকৃত্রিম আদরে

অসুখে রাত জাগে নিজে ঘুম হারাম করে

কি করে তাকে কষ্ট দাও মিথ্যা অভিযোগে।

শত বিপদ মাথায় নিয়ে রোজগার করে তব লাগি

হাঁসি ফোটাতে পেট পুরাতে খাটে আরাম ত্যাগী

সন্তান থাকবে উন্নতিতে ভবিষ্যত চিন্তা সদাই মনে

ঋণ করে শ্রম বিকায় ছেলেমেয়ের কারণে,

সন্তানের কল্যাণে খুশী, দুঃখী হয় তার অকল্যাণে।

সকল ধর্মই মাতাপিতাকে উচ্চাসনে রেখেছে

ভদ্র সুরে কথা, বৃদ্ধাবস্থায় বন্ধু হ’তে বলেছে।

বিছাও সাহায্যের ডানা, কল্যাণী মন করো সদা

বন্ধু সেজে সেবা করবে অকল্যাণে দিবে বাধা

শান্তি মায়ের পদতলে তাদের সেবা কর।

***






পথের সন্ধান
নৈতিকতার শিক্ষা - হাসান আলীপি-এইচ.ডি গবেষকইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
কবিতা
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী
প্রশ্ন ফাঁস নাকি জাতির সর্বনাশ - আব্দুল্লাহ আল-মাহমূদএমবিএ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়রংপুর।
আল্লাহর পরিচয় - হাফেয আব্দুস সালামনারচি, নওগাঁ।
দুনিয়াবী স্বার্থ ভুলে - আব্দুছ ছামাদদক্ষিণ নগর, চিরির বন্দর, দিনাজপুর।
আহলেহাদীছ আন্দোলন
রামাযানের শিক্ষা - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
আত-তাহরীকে দৃষ্টি দিলে - আতিয়ার রহমান>br>মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
জীবনটাকে
নামে আহলেহাদীছ - মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহমূদকারমাইকেল কলেজ, রংপুর।
আরও
আরও
.