-আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।

            বদন মাঝে সকাল সাঁঝে

            খই ফুটিয়ে লাভটা কি?

            নাই যদি সে ফুটল কমল

            হৃদয় সাগরে সব ফাঁকি।

                        পরিচ্ছদে যায় কি পাওয়া

                        ঈমানদারের আসল চিন?

                        বেঈমানের রূপটা কি সে

                        কোন পথে পাই আল্লাহর দ্বীন?

            পাঁচটি বারের ছালাতে

            হয় কি ঈমান সব পুরা?

            ছালাত, ছিয়াম করলে পালন

            পূর্ণ কি হয় এর দ্বারা?

                        কোন রাহে হয় দীপ্ত ঈমান

                        বলতে পারো কোন্টিতে?

                        পুঁজি যদি হয় বিনিয়োগ

                        অন্য রাহের কারবারে?

            শক্তিতে আর ভক্তিতে রয়

            আল্লাহ বাদে অন্য দ্বীন,

            ছালাত, ছিয়াম, হালকায়ে যিকর

            হবে যে তোর সব মলিন।

                        আল্লাহর পথে জান বিলাতে

                        মাল বিলাতে পারলে দিল

                        আল্লাহর দ্বীনের করতে বিজয়

                        উড়িয়ে দিল মনের চিন।

            রাসূল প্রেমে নিজের জীবন

            হাসতে হাসতে করল দান,

            সেই সে জনা স্বাদ পেয়েছে

            কোন্টা আসল ঠিক ঈমান।






আরও
আরও
.