রামাযান মাসের রাত্রিবেলা
তারাবীহ ছালাত পড়া হয়,
এই ছালাতের বিশেষ ফযীলত
ছহীহ হাদীছে পাওয়া যায়।
পড়লে তারাবীহ ঈমানের সাথে
ও ছওয়াবের আশায়
বান্দার বিগত সকল গুনাহ
ক্ষমা করে দেওয়া হয়।
তারাবীহ ছালাত হ’ল আট রাক‘আত
বিশ রাক‘আত নয়,
আট রাক‘আত তারাবীহর দলীল
বুখারী-মুসলিমের হাদীছে রয়।
ওমর (রাঃ)-এর নামে বিশ রাক‘আত চালু
সে বর্ণনা সঠিক নয়।
ওমর (রাঃ) করেন জামা‘আত চালু
রাক‘আত সংখ্যা বাড়ান নাই।
আট রাক‘আত তারাবীহ পড়েছেন
রাসূল (ছাঃ) ও ছাহাবীগণ,
বাড়াবাড়ি করলে তাতে
মহান আল্লাহ নারায হন।
সঠিকভাবে ইবাদত করলে
জান্নাতে যাওয়া যায়,
বিদ‘আতী তরীকায় ইবাদত করলে
জাহান্নাম ওয়াজিব হয়।
ছহীহ হাদীছ মোতাবেক মোরা
পড়বো তারাবীহ আট রাক‘আত,
খুশি হয়ে মহান আল্লাহ
মোদের দিবেন নাজাত।
গাযী সুমাইয়া
লক্ষ্মীকোল, রাজবাড়ী।