আধুনিকতা! ওহে আধুনিকতা!

কোথা থেকে হাযির হ’লে

নিয়ে এমন বর্বরতা!

ওহে আধুনিকতা!

ভেবেছিলাম তোমার আলোক আভায়

মোরা খুঁজে পাবো জীবনের পূর্ণতা,

কলুষিত জীবন বদলে মোরা

ফিরে পাবো সোনালী সভ্যতা।

কিন্তু তুমি নিয়ে আসলে তিমির রাত্রি

জাগালে মানবের বিবেক শূন্যতা,

তাইতো বিশ্ব আজ হয়েছে ঘৃণ্য

দিনে দিনে বাড়ছে অশ্লীলতা।

আধুনিকতা! ওহে আধুনিকতা!

ভেবেছিলাম তুমি সততার মশাল হয়ে

আনবে বিশ্বে নতুন এক ভিন্নতা,

যেখানে সকলে রইবো একত্রে

থাকবে না কোনরূপ বিচ্ছিন্নতা।

কিন্তু আসিলে তুমি নিয়ে ভ্রান্তি ভরা

আজকের এই পর্ণ প্রবণতা,

মানবের মাঝে জাগিয়ে তুললে

ভয়ংকর হীনমন্যতা।

আধুনিকতা! ওহে আধুনিকতা!

ভেবেছিলাম তোমার স্পর্শ পেয়ে ধরাতে

আসবে ফিরে আবার সরলতা,

দূর হয়ে যাবে মানবের মাঝে লুকিয়ে থাকা

সব ধরনের কুটিলতা।

কিন্তু তুমি নিয়ে আসলে নির্যাতনের বর্বরতা

বিশ্ব থেকে হারিয়ে দিলে মানবতা,

ধর্ষণের সেঞ্চুরী উদযাপনেও আজ

নেই তো কোন লাজুকতা।

আধুনিকতা! ওহে আধুনিকতা!

হারিয়েছো তুমি নৈতিকতা,

নেই তো তোমার কোন ধার্মিকতা

তুমিই যুবসমাজের পথভ্রষ্টতা।






আরও
আরও
.