বৃদ্ধাশ্রম! মানবতার এক কলঙ্কিত কারাগার

বৃদ্ধাশ্রম! পিতাপুত্র সম্পর্ক করে ছারখার।

বৃদ্ধাশ্রম! দুঃখ-কষ্টে ভরা একস্থান

বৃদ্ধাশ্রম! অব্যক্ত বেদনায় বয়ে চলা অশ্রুবান।

বৃদ্ধাশ্রমের করুণ কাহিনী বলতে গেলে অশ্রু রুখা দায়

দুঃখ-কষ্টে নিপতিত মানুষগুলিকে দেখলেই বুঝা যায়।

বৃদ্ধাশ্রমের পিতামাতা আজ বড় নিরুপায়

অসুস্থ হ’লেও কাঙ্ক্ষিত সেবা তারা নাহি পায়।

বৃদ্ধাশ্রমে হাযারো বৃদ্ধ-বৃদ্ধা করছে হাহাকার

মনের ইচ্ছা তাদের সন্তানের কাছে ফিরে যাবার।

পাষাণ হৃদয়ের সন্তানগুলি তাদের দিচ্ছে দূরে ঠেলে

অথচ পিতা-মাতাই তাদেরকে বড় করেছে কোলে তুলে।

বৃদ্ধাশ্রমের করুণ পরিস্থিতির কথা প্রায়ই শোনা যায়

এই করুণ কাহিনী শুনে চোখের পানি অাঁটকানো দায়।

আদর্শ শিক্ষার অভাবে হচ্ছে এমন পরিস্থিতি

সুশিক্ষাই হ’তে পারে এ অবস্থা বন্ধের একমাত্র গতি।

আল্লাহ তুমি সকলকে দ্বীনী জ্ঞানে উজ্জ্বল করে দাও

সব পিতা-মাতার সন্তানের মনকে নরম করে দাও।

ওগো দয়াময়! তোমার কাছে করি ফরিয়াদ

সন্তানের গৃহেই যেন হয় পিতা-মাতার স্থান।







আরও
আরও
.