ভিক্ষুক কে তুই খেদাসনে বাপ

তিক্ত কথার ধাক্কা দে,

পেটটিতে তার খুব ক্ষুধা বাপ

তাকে এক মুঠা ভিক্ষা দে।

করুণ সুরে কাতর হয়ে

হাতটি বাড়ায় তোর দ্বারে

শক্ত কথার তিক্ত বাণে

তাকে তাড়াতে কেউ পারে?

চিন্তা করিস ভর দিনে তোর

পকেট খরচ হয় কত?

তোর খরচের এক সিকিটা

ভিক্ষা করে নেয় না তো!

সন্ত্রাসী আর ডাকাত যারা

বাগিয়ে ছোরা সম্মুখে,

চাইলে টাকা পকেট হ’তে

যা থাকে সব দিস তাকে।

অর্থ যত ব্যর্থ কাজে

রাত্রি দিনে যায় চলে,

দুঃখ শুধু ঐখানেতে

ফকীরটাকে ভিখ দিলে!

নির্বাচনে যিদ ধরে তোর

কত টাকা হয় খরচ?

চা, পান, আর বিস্কুটেতে

কতই চলে যাচ্ছে রোজ?

বন্ধু যে কেউ থাকলে পাশে

তার পাছে তো খরচ হয়

তবু মুখে হাসি তোমার

এসব কাজে দুঃখ নেই।

খেদাস নে আর তাড়াস নে বাপ

ফকীরটাকে ভিক্ষা দে,

মিষ্টি কথায় ভালোবেসে

পারিস তাকে শিক্ষা দে।

***






আরও
আরও
.