বোহাইল, শাহজাহানপুর, বগুড়া ১২ই জুন শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার শাহজাহানপুর উপযেলাধীন বোহাইল উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বোহাইল শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি মুহাম্মাদ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

বীর পাকেরদহ, মাদারগঞ্জ, জামালপুর ১৫ই জুন মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার মাদারগঞ্জ উপযেলাধীন বীর পাকেরদহ আহলেহাদীছ জামে মসজিদে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ মাদারগঞ্জ উপযেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আবু মূসার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক সুলতানুল ইসলাম।

মন্নিয়াচর, ইসলামপুর, জামালপুর ২০শে জুন রবিবার : অদ্য বাদ মাগরিব যেলার ইসলামপুর থানাধীন মন্নিয়াচর বাযার আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ ক্বামারুয্যামান, মন্নিয়াচর মহিলা সালাফিইয়াহ মাদ্রাসার পরিচালক মাওলানা শফীকুল ইসলাম আবু শামা ও স্থানীয় সুধী শফীকুল ইসলাম প্রমুখ।

তেঁতুলপাড়া, উলিপুর, কুড়িগ্রাম ২৪শে জুন বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার উলিপুর থানাধীন তেঁতুলপাড়া ইমরান কোচিং সেন্টারে উলিপুর উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।






কমিটি গঠন (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ) কক্সবাজার
আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক
রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ
কর্মী সমাবেশ
৬ষ্ঠ বার্ষিক কেন্দ্রীয় শিক্ষা ও দাওয়াতী সফর
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২১
কেন্দ্রীয় দাঈর সফর
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি (আহমাদ আব্দুল্লাহ ছাকিব-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ)
সোনামণি (১৭ই ডিসেম্বর’২৪ মঙ্গলবার, কালদিয়া, বাগেরহাট )
মাযহাবী ইসলাম বাদ দিয়ে প্রকৃত ইসলামের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : চট্টগ্রাম ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রবাসী সংবাদ
আরও
আরও
.