যেলা সম্মেলন

আহলেহাদীছ আন্দোলন নেতা নয়, নীতির পরিবর্তন চায়

-মুহতারাম আমীরে জামা‘আত

শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ ৪ ফেব্রুয়ারী শনিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ যেলার উদ্যোগে যেলার শিবগঞ্জ থানাধীন কানসাট রাজাবাড়ী ময়দানে অনুষ্ঠিত চাঁপাই নবাবগঞ্জ যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, আমল কবুল হওয়ার জন্য তা অবশ্যই আল্লাহর জন্য একনিষ্ঠ এবং রাসূলুল্লাহ (ছাঃ)-এর তরীকা মোতাবেক হ’তে হবে। রাসূল (ছাঃ) করেননি এমন কোন কাজ করলে তা গ্রহণীয় হবে না। বরং সেটাই হবে বিদ‘আত। তিনি বলেন, মুসলিম জাতি সাহসী জাতি। তারা কখনো ভীরু-কাপুরুষ হ’তে পারে না। হাদীছ অনুযায়ী আমল করতে হ’লে শিরক-বিদ‘আতের সাথে মোকাবেলা করতে হবে। শিরক-বিদ‘আতের সাথে আপোষ করে কস্মিনকালেও হাদীছ মানা সম্ভব নয়। সর্বাবস্থায় নিঃশর্তভাবে হাদীছ মানার মানসিকতা থাকতে হবে। আহলেহাদীছ আন্দোলন এদেশের মানুষের মধ্যে এই চেতনা সৃষ্টি করতে চায়। তিনি বলেন, মানুষ যখন পরকালের জন্য কাজ করে, তখন সে কোন রকম দুর্নীতি করতে পারে না। সে পারে না কুরআন-হাদীছের বিরোধী কোন কাজ করতে। ফলে সকলেই হয় নীতিবান। আর মানুষ যখন নীতি ও আদর্শবান হয় তখন তার কাজও সুন্দর ও সুচারু হয়, তার দ্বারা মানবতা উপকৃত হয়। যা দেশ ও জাতির জন্য অতীব যরূরী। দেশের নেতা যদি নীতি ও আদর্শবান হন, তাহ’লে জনগণ শান্তি লাভ করে। তাই আহলেহাদীছ আন্দোলন সর্বদা নীতির পরিবর্তন কামনা করে।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক শেখ মুহাম্মাদ আব্দুছ ছামাদ, বর্তমান অর্থ সম্পাদক মুহাম্মাদ আরীফুল ইসলাম প্রমুখ।

মণিপুর, গাযীপুর ১০ ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাযীপুর যেলার উদ্যোগে যেলার জয়দেবপুর থানাধীন মণিপুর হাইস্কুল ময়দানে গাযীপুর যেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন মুহাম্মাদ আছমত আলী ও মুহাম্মাদ রূহুল আমীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি কাযী মুহাম্মাদ আমীনুল ইসলাম।

আলোচনা সভা

বাজিতপুর, আলমডাঙ্গা, চূয়াডাঙ্গা ১০ ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ আলমডাঙ্গা উপযেলার উদ্যোগে বাজিতপুর জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল কুদ্দূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা  সদস্য ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অনুষ্ঠানে আলমডাঙ্গা ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বশিরাবাদ, রাজশাহী ১২ ফেব্রুয়ারী রবিবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী মহানগরীর উদ্যোগে বশিরাবাদ দাখিল মাদরাসা সংলগ্ন মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব ইবরাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা রুস্তম আলী, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর মুহাদ্দিছ মাওলানা আব্দুল খালেক সালাফী, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক মুহাম্মাদ হারূনুর রশীদ।

প্রবাসী সংবাদ

সিঙ্গাপুর ২৩ জানুয়ারী সোমবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সিঙ্গাপুর শাখার উদ্যোগে সিঙ্গাপুরের সুলতান মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ যুবসংঘ’ সিঙ্গাপুর শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল হালীম (কুমিল্লা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য পেশ করেন মানছূর রহমান (টাঙ্গাইল), মুহাম্মাদ হাবীব (রাজশাহী), মুহাম্মাদ শু‘আইব আহমাদ (কুমিল্লা), মুহাম্মাদ ফাকীরুল ইসলাম (মেহেরপুর), মুহাম্মাদ মুয়াযেযম হোসাইন (বগুড়া), মুহাম্মাদ আলী (চূয়াডাঙ্গা), মুহাম্মাদ মাযহারুল ইসলাম (পটুয়াখালী), মুহাম্মাদ শাহীন (চট্টগ্রাম), শহীদুল ইসলাম (দিনাজপুর) প্রমুখ। নতুন আহলেহাদীছদের মধ্যে বক্তব্য রাখেন মা‘ছূম খান (ময়মনসিংহ), মুহাম্মাদ নাজমুল হাসান সরকার (কুমিল্লা), হুমায়ুন কবীর (মেহেরপুর), সৈয়দ আমীনুল ইসলাম (মাদারীপুর), মুশফিকুর রহমান (মেহেরপুর), আমীনুল ইসলাম (কুমিল্লা), শহীদুল ইসলাম (শরীয়তপুর), হাবীবুর রহমান (নরসিংদী) প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফেয মুহাম্মাদ ওয়ালীউল্লাহ (কিশোরগঞ্জ) এবং ইসলামী জাগরণী পরিবেশন করেন মুহাম্মাদ শফীকুল ইসলাম (নরসিংদী), মুহাম্মাদ কাওছার (কুমিল্লা), মুহাম্মাদ হাসান (টাঙ্গাইল) ও ওমর ফারূক। দিনব্যাপী এ আলোচনা সভায় ১৫০ জনের অধিক লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আব্দুল মুকীত (কুষ্টিয়া)।






আরও
আরও
.