গাযীপুর ২৬শে নভেম্বর শনিবার : অদ্য বাদ যোহর যেলা সদরের ৩৬ নং ওয়ার্ডের অন্তর্গত কাথোরা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাযীপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা গঠন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গাযীপুর যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল হান্নানের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। সমাবেশ শেষে মুহাম্মাদ আব্দুল হান্নানকে সভাপতি ও মুহাম্মাদ হাবীবুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট গাযীপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর কমিটি গঠন করা হয়।

সিলেট ২৩শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন শাহী ঈদগাহ ময়দানের পার্শ্ববর্তী হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিলেট মহানগর কমিটি গঠন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফায়যুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিনারুল ইসলাম ও দফতর সম্পাদক আব্দুর রঊফ।

সভা শেষে জাবের আহমাদকে সভাপতি ও কাওছার আলমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ‘আন্দোলন’ সিলেট মহানগর কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, সমাবেশের পূর্বে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহরের বটেশ্বরে মসজিদ আব্দুল কাইয়ূমে জুম‘আর খুৎবা প্রদান করেন।







আত-তাহরীক টিভি (‘ব্যবসা-বাণিজ্যে ইসলামী দিক-নির্দেশনা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
সংগঠন সংবাদ
কুরআন মাজীদের হদর, মশক ও ছিফাত চর্চার বিশেষ প্রশিক্ষণ ব্যবহারিক জীবনে কুরআনের বিধান মেনে চলুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন \ নওগাঁ (কুরআন ও সুন্নাহর নিরপেক্ষ অনুসারী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
শিক্ষা সফর ২০১৯ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
কেন্দ্রীয় দাঈর সফর
ইসলামী সম্মেলন
মৃত্যু সংবাদ
মৃত্যু সংবাদ
সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ (হাফেয মুহাম্মাদ আব্দুল বারী, মাওলানা শিহাবুদ্দীন সুন্নী, মাওলানা ফযলুল করীম)
দাওরায়ে হাদীছের শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
আরও
আরও
.