গত ৪-৫ই ডিসেম্বর বুধ ও বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদের অধীনস্থ ‘দাওয়াহ একাডেমী’র আয়োজনে তৃতীয় আন্তর্জাতিক দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হয়। ‘বর্তমান যুগে আল্লাহর পথে দাওয়াত : মূলনীতি, পদ্ধতি সমস্যা ও সমাধান’ শীর্ষক উক্ত কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপনের জন্য আমন্ত্রিত হন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। এ লক্ষ্যে তিনি ২রা ডিসেম্বর সোমবার ইসলামাবাদ গমন করেন এবং ৪ঠা ডিসেম্বর ইসলামাবাদের ফয়ছাল মসজিদ সংলগ্ন আল্লামা ইকবাল অডিটোরিয়ামে কনফারেন্সের ৩য় অধিবেশনে স্বীয় গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। আরবী ভাষায় লিখিত উক্ত প্রবন্ধের শিরোনাম ছিলمنهج جمعية تحريك أهل الحديث بنغلاديش في نشر الدعوة الإسلامية : دراسات وتحليل ‘ইসলামী দাওয়াত প্রসারে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর গৃহীত পদ্ধতি : পর্যালোচনা ও বিশ্লেষণ’। দু’দিন ব্যাপী উক্ত কনফারেন্সে ১২টি দেশের মোট ৭০ জন গবেষক অংশগ্রহণ করেন এবং স্ব স্ব প্রবন্ধ উপস্থাপন করেন। কনফারেন্স শেষে ‘যুবসংঘ’ সভাপতি ইসলামাবাদ, গুজরাত, গুজরানওয়ালা, শিয়ালকোট ও লাহোরের বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেন এবং মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সভাপতি সিনেটর সাজিদ মীর, জামা‘আতে আহলেহাদীছ পাকিস্তানের আমীর আব্দুল গাফফার রৌপড়ী, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামী শিক্ষা ফ্যাকাল্টির ডীন ড. মুহাম্মাদ হাম্মাদ লাখভী, জামে‘আ মুহাম্মাদিয়া গুজরানওয়ালার অধ্যক্ষ শায়খ আব্দুল হামীদ হাযারভী, জামে‘আ ইসলামিয়া সালাফিইয়ার অধ্যক্ষ শায়খ আসাদ মাহমূদ সালাফীসহ বিশিষ্ট বিদ্বানগণের সাথে সাক্ষাৎ করেন। দশদিন ব্যাপী সফর শেষে ১২ই ডিসেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করেন।






আরও
আরও
.