মহিষখোঁচা, আদিতমারী, লালমণিরহাট ২৯শে জুন শুক্রবার : অদ্য সকাল ১০-টায় মহিষখোঁচা বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার উদ্যোগে দিনব্যাপী এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহেদ কাযী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।

বড় চাপড়া, ধুনট, বগুড়া ১১ই জুলাই বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার ধুনট উপযেলার বড় চাপড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ধুনট উপযেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয আবুবকর ছিদ্দীক্বের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম ও নিমগাছী এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আবু সাঈদ প্রমুখ।

মহাদেবপুর, নওগাঁ ১৩ই জুলাই শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মহাদেবপুর উপযেলাধীন জাহাঙ্গীরপুর কলেজপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মহাদেবপুর উপযেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও বাদ মাগরিব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইবরাহীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন, যুববিষয়ক সম্পাদক মাস্টার নাযিমুদ্দীন ও অত্র মসজিদের খত্বীব মাওলানা আব্দুল হাকীম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আকবর আলী।

পাঁজরভাঙ্গা, মান্দা, নওগাঁ ২রা আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার মান্দা উপযেলাধীন পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর  দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ শহীদুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রায্যাক প্রমুখ।






সুধী সমাবেশ
আল-‘আওন
বিভাগীয় যুব সম্মেলন
সৎকর্মের প্রতিদান উত্তম ও পবিত্র জীবন (যেলা সম্মেলন : নরসিংদী ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
পার্থিব তাড়না দমন করে আখেরাতের পাথেয় সঞ্চয়ে ব্রতী হও
আল-‘আওন
যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন (গত সংখ্যার পর)
যাবতীয় ভীতি ও বাধাকে পদদলিত করে সামনে এগিয়ে চলুন! (যেলা সম্মেলন : দিনাজপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-‘আওন
চরমপন্থা থেকে ফিরে আসুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আন্দোলন সুধী সমাবেশ
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.