মহিষখোঁচা, আদিতমারী, লালমণিরহাট ২৯শে জুন শুক্রবার : অদ্য সকাল ১০-টায় মহিষখোঁচা বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার উদ্যোগে দিনব্যাপী এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহেদ কাযী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।

বড় চাপড়া, ধুনট, বগুড়া ১১ই জুলাই বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার ধুনট উপযেলার বড় চাপড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ধুনট উপযেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয আবুবকর ছিদ্দীক্বের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম ও নিমগাছী এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আবু সাঈদ প্রমুখ।

মহাদেবপুর, নওগাঁ ১৩ই জুলাই শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মহাদেবপুর উপযেলাধীন জাহাঙ্গীরপুর কলেজপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মহাদেবপুর উপযেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও বাদ মাগরিব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইবরাহীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন, যুববিষয়ক সম্পাদক মাস্টার নাযিমুদ্দীন ও অত্র মসজিদের খত্বীব মাওলানা আব্দুল হাকীম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আকবর আলী।

পাঁজরভাঙ্গা, মান্দা, নওগাঁ ২রা আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার মান্দা উপযেলাধীন পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর  দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ শহীদুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রায্যাক প্রমুখ।






ইবতেদায়ী ও জেডিসিতে বৃত্তি প্রাপ্তি
৩৩তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৩ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মৃত্যু সংবাদ
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসরণই মানুষকে মুক্তি দিতে পারে (যেলা সম্মেলন : রংপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সোনামণি প্রশিক্ষণ
উপযেলা সম্মেলন
মাসিক ইজতেমা
মৃত্যু সংবাদ (প্রখ্যাত মুহাদ্দিছ শায়খ আলী হাসান আল-হালাবীর)
ইসলামী সম্মেলন (জঙ্গীবাদ ও চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হৌন)
যাবতীয় জঙ্গীবাদী চিন্তাধারা হতে বিরত থাক - ছাত্রদের প্রতি আমীরে জামা‘আত
আরও
আরও
.