ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত রাজশাহী বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় মারকাযের ছাত্রদের কৃতিত্ব
গত ৪ঠা এপ্রিল’১৭ মঙ্গলবার সকাল ১০-টায় ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ৩ জন ছাত্র বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে। বিজয়ীরা হ’ল-
বিষয় | গ্রুপ-খ | স্থান |
রচনা | ১. আব্দুল কাদের-১০ম শ্রেণী (চাঁপাই নবাবগঞ্জ) ২. আল-ছাবাহ -ঐ (গাইবান্ধা) | ১ম ৩য় |
ইসলামী জ্ঞান | আব্দুর রহীম-১০ম শ্রেণী (সাতক্ষীরা) | ৩য় |
ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস প্রতিযোগিতায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ৭ম শ্রেণীর ছাত্র জাওয়াদ হাসান খান (কুমিল্লা) রাজশাহী বিভাগের সেরা ৩ জনের একজন নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ‘ইয়েস কার্ড’
পেয়েছে। গত ২রা এপ্রিল তারিখে রাজশাহী মহানগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় ক্বিরাআত, আযান, হামদ-না‘ত ও ইসলামী জ্ঞান বিষয়ে পরীক্ষা নেয়া হয়। পরপর তিন রাউন্ডে বাছাইপর্ব সম্পন্ন হয়। ১ম রাউন্ডে মোট ৭ শতাধিক প্রতিযোগীর মধ্যে ৩৫ জন, ২য় রাউন্ডে ১৮ জন এবং ৩য় রাউন্ডে ৩ জনকে বাছাই করা হয়। অতঃপর ৩ জনকে রাজশাহী বিভাগের সেরা প্রতিযোগী নির্বাচন করা হয়। মারকাযের ছাত্র জাওয়াদ হাসান খান ২য় স্থান অধিকার করে।
বাংলাবিদ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের সেরা দশে মারকাযের আলাউদ্দীন
নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ‘ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতা ২০১৭’-এ রাজশাহী বিভাগীয় পর্যায়ে সেরা দশে স্থান করে নিয়েছে আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ৯ম শ্রেণীর ছাত্র আলাউদ্দীন (রাজশাহী)। গত ২৫শে মার্চ’১৭ রাজশাহীর শহীদ মামূন মাহমূদ পুলিশ লাইন স্কুল মাঠে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগের বিভিন্ন স্কুল ও মাদরাসার ৬ষ্ঠ-১০ম শ্রেণীর প্রায় ১২শত শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। এদের মধ্যে প্রথমতঃ ৩০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের মাধ্যমে ১০০ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। এরপর সংক্ষিপ্ত ও বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে নির্বাচন করা হয় সেরা ৫০ জন প্রতিযোগী। পরবর্তীতে উচ্চারণ, বানান ও ব্যাকরণগত প্রশ্নের মাধ্যমে নির্বাচিত হয় ২০ জন এবং সর্বশেষ ১০ জনকে রাজশাহী বিভাগের সেরা প্রতিযোগী হিসাবে নির্বাচন করা হয়। বিজয়ীদেরকে ‘বাংলাবিদ কার্ড’ প্রদান করা হয়। দেশের সকল বিভাগের প্রতিযোগিতা শেষে ১৫-২৫শে মে ঢাকায় জাতীয় পর্যায়ে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।