অপারেশনের সময় পেটের ভেতরে ছুরি-কাঁচি ইত্যাদি রেখে দিয়ে সেলাই করে পরে ভুল বুঝে আবার তা বের করার ঘটনা শোনা যায়। কিন্তু পেটের ভেতরে রেখে দেওয়া এক জোড়া কাঁচি ১৮ বছর পর বের করার ঘটনা বিরল বৈকি! ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় আহত ৫৪ বছর বয়সী মা ভান নাতের শরীরে আলট্রাসাউন্ড স্ক্যান করলে ডাক্তাররা তার মলাশয়ের কাছে ঝকঝকে ৬ ইঞ্চি সাইজের দু’টি ছুরি দেখতে পান। যার হাতলে সামান্য মরচে পড়ে গেছে। পরে গবেষণায় বুঝা গেল ১৯৯৮ সালে অপারেশনের সময় তা ভুলবশতঃ রেখে দেওয়া হয়েছিল। মাঝে মাঝে শুধু একটু পেটে ব্যথা ছাড়া এতদিন কিছুই বুঝতে পারেননি তিনি। রাজধানী হ্যানয় থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা এসে তিন ঘন্টার অপারেশনে বের করে আনার পর এখন পূর্ণ সুস্থ তিনি।






আরও
আরও
.