ঘূর্ণিঝড় আম্ফানে খুলনার কয়রা উপযেলার একটি বাঁধ ভেঙেছিল গত ২০শে মে। এরপর পেরিয়েছে চার মাসের বেশি। বাঁধটি মেরামত হয়নি। কয়রা উপযেলা বঙ্গোপসাগরের কাছে। বাঁধ না থাকায় উপযেলার প্রায় ১০ হাযার মানুষের ঘরবাড়ি প্রতিদিনই জোয়ারের পানিতে ডোবে, আবার ভাটায় জেগে ওঠে। বাস্ত্তচ্যুত হয়ে সেখানকার অধিবাসীদের একাংশ প্রায় পাঁচ মাস ধরে বাঁধ ও সড়কে বাস করছেন। কয়রার সঙ্গে সারা দেশের বাস্ত্তচ্যুত মানুষের সংখ্যা যোগ করলে অঙ্কটা বেশ বড়ই হবে। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের (আইডিএমসি) ‘অভ্যন্তরীণ বাস্ত্তচ্যুতি: বছরের মধ্যবর্তী চিত্র’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চলতি বছরের প্রথম ছয় মাসে ২৫ লাখ ২০ হাযার মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে অভ্যন্তরীণভাবে বাস্ত্তচ্যুত হয়েছে।

গত বছরের পুরো সময়ে সংখ্যাটি ছিল ৪১ লাখ ৭০ হাযার। প্রতিবেদনটি গত ২৩শে সেপ্টেম্বর প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, নিজ দেশের ভেতরে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্ত্তচ্যুত হওয়া মানুষের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এক নম্বরে ভারত। দেশটিতে আলোচ্য সময়ে ২৬ লাখ ৭০ হাযার মানুষ বাস্ত্তচ্যুত হয়। অবশ্য এখানে মাথায় রাখা দরকার যে ভারতের জনসংখ্যা ১৩৫ কোটির বেশি। আর বাংলাদেশের ১৬ কোটি। সে হিসাবে বাংলাদেশ তুলনামূলকভাবে প্রথম অবস্থানে আছে।






নতুন ঘরে ১৬৪২ জন, পর্যায়ক্রমে সবাইকে স্থানান্তরের আশা (ভাসানচরে নতুন ঠিকানায় রোহিঙ্গারা)
অবিবাহিত নারীরা দেশের বোঝা : কানজি
তসলিমা নাসরিনের আপন ভাতিজা ডা. সাফায়েতের দ্বীনের পথে প্রত্যাবর্তন
ঢাকা লিট ফেস্টে ৩ রোহিঙ্গা কবির দেশে ফেরার আকুতি
শ্রীলঙ্কায় কাঁঠাল খেয়ে বেঁচে আছে লাখ লাখ মানুষ
স্বদেশ-বিদেশ
দেশে ১২% সংখ্যালঘু, অথচ সরকারী চাকুরীতে ২৫%
পরমাণু যুদ্ধে ব্রিটিশ রাজপরিবার এবং প্রধানমন্ত্রীর গোপন আশ্রয় (বৃটেনে ১০০ ফুট গভীরে গোপন শহর বার্লিংটন)
কলম্বিয়ায় ৫০ বছরের যুদ্ধের অবসান ঘোষণা
৮২ জন চিকিৎসকের ১০ ঘণ্টাব্যাপী অপারেশন (আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই শিশু)
মুসলিম নয়, কেবল শিখরা দাড়ি রাখতে পারবে ভারতীয় সেনাবাহিনীতে!
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলী আর নেই
আরও
আরও
.