কুতুবদিয়ার পশ্চিমে সাগরে জেগে উঠেছে একটি নতুন দ্বীপ। ১০ কি.মি. দীর্ঘ ও প্রায় ৩ কি.মি. প্রস্থ এই দ্বীপ নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। ভাটার সময় কুতুবদিয়ার পশ্চিমে যথাক্রমে বড়ঘোপ, আলী আকবর ডেইল ও কইয়ারবিল ইউনিয়ন সমান্তরাল উত্তর দক্ষিণে লম্বা ৭ কিলোমিটার এবং প্রস্তে ২ কি.মি. জুড়ে ভেসে উঠেছে এই দ্বীপ।
খোঁজ নিয়ে জানা গেছে, কুতুবদিয়ার পশ্চিম পাশে যুগযুগ ধরে সাগরে বিলীন হয়ে যাওয়া ভূমি যেন আবার জেগে উঠছে। জোয়ারের সময় কিছু অংশ পানির নীচে থাকলেও ভাটার সময় বিস্তীর্ণ দ্বীপটি ভেসে উঠে পানির উপরে। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া বন বিভাগ। গত ২৬শে ফেব্রুয়ারী সোমবার উপকূলীয় বন বিভাগের কুতুবদিয়া রেঞ্জ অফিস মাটির ক্ষয় রোধে ঐ দ্বীপে তিন শতাধিক বাইন গাছ রোপণ করেছে।