উত্তর : মেহমান হিসাবে যেকোন আগন্তুক বা দায়িত্বশীলকে আপ্যায়ন করানো এবং তদন্ত কর্মকর্তাদের পক্ষে তা গ্রহণ করা জায়েয (বুখারী হা/৬০১৮; মিশকাত হা/৪২৪৩)। তবে হাদিয়া প্রদান এবং গ্রহণ দুটোই সংশয়যুক্ত। কারণ হাদিয়ার মাধ্যমে কর্মকর্তাদের অন্যায় কর্মে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে। বরং এরূপ ক্ষেত্রে সেটা হাদিয়া নয় বরং ঘুষ হিসাবে গণ্য হবে যা সর্বাবস্থায় হারাম। রাসূল (ছাঃ) বলেন, আমরা যখন কাউকে সরকারি পদে নিযুক্ত করি, তখন তার জীবিকা (আহার) ব্যবস্থাও আমাদের দায়িত্বে থাকে। অতঃপর সে যদি এর অতিরিক্ত কিছু গ্রহণ করে, তবে তা হবে আত্মসাৎ’ (আবুদাউদ হা/২৯৪৩; ছহীহুত তারগীব হা/৭৭৯)।
প্রশ্নকারী : -রুবেল ইসলাম, ঢাকা।
*[আরবীতে সুন্দর ইসলামী নাম রাখুন (স.স.)]