উত্তরঃ রাসূলুল্লাহ
(ছাঃ)-কে কারা স্বপ্নে দেখতে পারে এব্যাপারে হাদীছে কিছু বলা হয়নি এবং
তাঁকে স্বপ্নে দেখার বিশেষ কোন ফযীলতও বলা হয়নি। তবে হাদীছে এভাবে এসেছে
যে, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে
প্রকৃতই আমাকে দেখেছে। কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৬০৯)। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে, সে সত্যই আমাকে দেখেছে’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৬১০)। তিনি আরো বলেন, ‘যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে, অচিরেই সে আমাকে (ক্বিয়ামতের দিন) জাগ্রত অবস্থায় দেখতে পাবে’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৬১১)। উল্লেখ্য যে, প্রশ্নে বর্ণিত ফযীলতের কথা হাদীছে পাওয়া যায় না। কাজেই তা সঠিক নয়।