উত্তর : তালাক
কার্যকর হওয়ার জন্য কোন সাক্ষী উপস্থিত থাকা শর্ত নয়। এমনকি স্ত্রী
উপস্থিত থাকা বা তাকে তালাকের কথা শোনানোও শর্ত নয়। স্বামী তালাকের বিষয়টি
যে কোন মাধ্যমে স্ত্রীকে জানালে তালাক কার্যকর হবে। এভাবে তিন তুহরে তিন
তালাক দিলে স্ত্রী স্থায়ী (বায়েন) তালাক হয়ে যাবে। তবে এক্ষেত্রেও দু’জন
সাক্ষী রাখা মুস্তাহাব (শাওকানী, নায়লুল আওতার ৬/৩০০; আবুদাঊদ হা/২১৮৬; ইরওয়া হা/২০৭৮)।