
কুরআন! তুমি শান্তির বাণী মুক্তির আহবান
নিয়ে এলে তুমি পৃথিবীতে আল্লাহর ফরমান।
তোমার সুরে খুঁজে পাই মোরা নবীদের আহবান
তোমার সুরের সুর ধরে মোরা গাই জীবনের গান।
তুমি রাসূলের হৃদয়ে ছিলে আলোর ঝরনা হয়ে
তোমার আলো সারা দুনিয়ার পথে পথে গেল বয়ে।
মানব জাতির হেদায়াত তুমি অসীম জ্ঞানের আধার
তোমার কাছে পাই সন্ধান সত্য মানবতার।
তোমার পাঠে বহে অন্তরে ঈমানের বারিধারা
সঠিক পথ চিনতে শিখি মোরা যত পথহারা।
হে কুরআন! তুমি মহান আল্লাহর বাণী
তোমার মাঝেই রয়েছে মুক্তি এতটুকুই জানি।
তোমার পাঠে ঘুচে যায় যেন মনের সকল ব্যথা
মনে হয় যেন শুনতে পাচ্ছি প্রতিপালকের কথা।
তোমার জ্ঞানে ডুব দেয় যে, পায় সে মুক্তা-মণি
সঠিক পথের দিশা তুমি ইলাহী জ্ঞানের খনি।
-মিছবাহুল হক, গোদাগাড়ী, রাজশাহী।