ওহে মানব! ছেড়ে দে তুই ছল-চাতুরীর মন্ত্রণা

তুই যে মানুষ বিবেকওয়ালা, বিবেকহীন কোন যন্ত্র না।

মানুষ হয়ে যখন এই দুনিয়াতে জন্মিলি

জন্মটাকে সার্থক করে ধন্য কর এ ধরণী।

সবাই যেন তোর কারণে হয়রে পাগল দিলটাতে

হ’তে মহান খোঁজে সাদৃশ্য, পারে যেন নিজেকে পাল্টাতে।

আদর্শে প্রাণ রাঙিয়ে তোল কথার দামে রাখ কথা

ঈমানটাকে এক আসনে রাখ ধরে তার ঠাঁই যথা।

নইলে জীবন হবে বিফল পাবি না তার মূল্যমান

পরলোকেও কষ্ট পাবি শাস্তিতে তোর যাবে প্রাণ।

যাবি যেদিন ধরা ছেড়ে বাড়বে সেদিন মনস্তাপ

দুঃখে সেদিন কাঁদতে হবে কমবে না তোর দেহের পাপ।

মরতে হবে সব জনাকেই রাখিস সেটা স্মরণে

কর ইবাদত তাসবীহ-যিকির নিদ্রা-জাগরণ সবক্ষণে।

ছালাত, ছিয়াম, হজ্জ, যাকাত আর নেক আমল সব কর তোরা

সময় যে কম যায় চলে সে, হয় না তাহার আর ঘোরা।

ছেড়ে দে সব খুন-খারাবী, খারাপ কাজ আর দুষ্টামী,

রোজ হাশরে মুক্তি তবে পাবিরে যা খুব দামী।

হস যদি তুই জাহেল-গাফেল পাবি যে তুই অভিশাপ,

রোজ হাশরে বিচার হবে পাবি না আর রবের মাফ।

সময় নাই আর হও হুঁশিয়ার, সত্যটাকে অাঁকড়ে ধর

আদর্শবান মানুষ হয়ে জীবনটাকে ধন্য কর।







আরও
আরও
.