শোন প্রভু দয়াময় শোন মোর কথা,
দূর করে দাও মোর আছে যত ব্যথা।
তোমার পথে চলতে পারি এমন সাহস দাও,
হৃদয় হ’তে সকল ভীতি দূর করে নাও।
সত্য কথা সদাই যেন বলতে পারি মুখে,
তোমার কথা বলার মতো সাহস দিও বুকে।
সত্য পথে চলে যেন হ’তে পারি ধন্য,
জীবন যেন দিতে পারি তোমার দ্বীনের জন্য।
বুকে আমার ঈমান দিও পাহাড় সম শক্ত,
তোমার পথে দিতে দিও বুকের তাজা রক্ত।
তোমার পথে চলার মতো দিও আমায় হিম্মত,
হ’তে যেন পারি প্রভু নবীর প্রিয় উম্মত।