তারকা সম উদিলে গগনে মুদিলে নয়ন বারি
নিশির আধার ঘুচালে ওগো ভুবন শীর্ষ নারী।
রবের হুকুম পালন তরে আরয করোনি পেশ
আরাধনা তিনি কবুল করে আজো রেখেছেন বেশ।
যাহার স্মরণে স্বামী ছাড়িলে তিনি স্মরেণ তোমারে
স্মরণকালের সেরা শহর গড়ে দিলেন নিজ করে।
তৃষ্ণার তরে ছাফা-মারওয়া ছুটেছিলে সাতবার
আবে জমজম সেরা কূপ করে দিলেন মহান রব।
বালু পাথরে চৌদিক মোড়া নেই স্বামী নেই ঘর
সঙ্গীহীনের মনের ব্যথা তিনি ছাড়া বোঝা ভার।
ব্যথিত হৃদে গোপনে কাঁদে মনে মনে ডাকে তাঁর
তাহার ইরাদা পুরাতে তিনি গড়ে দিলেন কা‘বা ঘর।
নির্বাসিত ছিলেন তিনি মরু মাঝে, মরু নয় তার মন
মরুর মাঠ করে দিলেন রব মানবের পদচারণ।
একাধিক নয় একটি পুত্র, তাঁহাকে পাওয়ার তরে
হৃষ্ট চিত্তে দিতে কুরবানী তুলে দিলেন স্বামী করে।
স্বামী-সন্তান, সংসার, সমাজ নয় তো বড় মহান রবকে ছাড়া
ত্যাগের মহিমায় মোহিত হ’লেন নাম তার হাজেরা।
হাজেরা নামের হাযারও মাতা আছে গো ভুবন পর
তার মত ত্যাগী আছে কি কেহ? দো‘আ করি তার তর।
-আব্দুল খালেক খান
খান হোমিও হল, তালা, সাতক্ষীরা।