মুহাম্মাদ মাযহারুল আবেদীন

সম্বলপুর, মালদহ, পশ্চিমবঙ্গ, ভারত।

তাহরীক যে তোমার নাম

সাহসী তুমি বলিষ্ঠ তুমি,

বীর-বিক্রমে চল সম্মুখপানে

তোমার সাথে সদা রয়েছি আমি।

অহি-র অভ্রান্ত জ্ঞান দিয়ে

উপড়ে ফেল ফিরকাবাজী,

তবেই হবেন তোমার প্রতি

সবার স্রষ্টা আল্লাহ রাযী।

হক্বের পথ সরল পথ

ফিরক্বাবাজী পাপ যে বটে,

শুনলে এটা আলেম কিছু

খিঁচিয়ে দাঁত বেজায় চটে।

শিরককারী বিদ‘আতকারী

তোমায় দেখে ভীষণ ডরে,

দলীল খুঁজে বাঁচাতে মুখ

কৌশল অাঁটে লুকিয়ে ঘরে।

বিদ‘আত নাকি দু’রকমের

সাইয়েয়াহ ও হাসানা বলে,

এমনি করে গলদ কথা

ওদের দ্বারা ভালই চলে।

বিদ‘আত সবই ভ্রষ্টতা হায়

এর মাঝে কোন কল্যাণ নেই

মানলে এটা যাবে জাহান্নামে

হাদীছে তা দেখতে পাই।

ভারতবাসী হ’লেও আমি

তোমায় পড়ি খুঁটিয়ে ভাই

তোমার মধ্যে ছহীহ ছাড়া

জালের কোন নিশানা নাই।






আরও
আরও
.