মুহাম্মাদ আনীসুর রহমান

দারিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর।

তোমরা সবে সামনে চল মৃত্যু চলে পিছে,

এ জগতের ভালোবাসা সবি যে হায় মিছে।

দম ফুরালে সাঙ্গ হবে যত আশার ভেলা,

ছেলে-মেয়ে, ধন-সম্পদ কয়েক দিনের খেলা।

উপার্জনে নেই বাধা সৎ পথে হ’লে,

অসৎ পথের কুফল কি তা কুরআন দিচ্ছে বলে।

পরকালে শাস্তি পাবে ওহে মানব কুল!

সময় থাকতে হও হুঁশিয়ার শুধরিয়ে সব ভুল।

নচেৎ তোমরা দোষী হয়ে জাহান্নামে যাবে,

কোন কর্মে আল্লাহ খুশি কুরআন পড়লে পাবে।

আল্লাহকে রাখলে খুশি বাড়বে তোমার মান,

উভয় জগৎ হবে উজ্জ্বল, পাবে পরিত্রাণ।






আরও
আরও
.