দু’চোখ ভরা রঙিন স্বপ্ন,

পাহাড়-সম সাধ

এক নিমেষে মরণ এসে

করে ধূলিসাৎ।

দাপট-সাপট-তাকাববরী

বাহাদুরি যত সব

মরণ নামক যাঁতাকলে

পিষ্ট হবে সব।

সুরম্য প্রাসাদ গড়ন,

দামী গাড়ি ক্রয়

সবকিছু হয় অলীক স্বপন

মরণ ঘটনায়।

পত্নী কিবা ছেলেপুলে

রাখতে নারায পাশে,

মরণ হ’লেই মৃত বলে

পাঠায় কবর দেশে।

মাটি হ’তে সৃষ্ট দেহ

মাটির ঘরে ফেরে,

দ্বার-খিড়কি বিনে সেথা

একাই বসত করে।

আসল কথা জীবন-খাতা

মরণ দ্বারা ভরে,

তাকেই সদা করি স্মরণ

জীবন-মায়া ছেড়ে।







আরও
আরও
.