পশুর গলে অসি দিয়ে কুরবানী সব করে,
পশু মনের কুরবানীটা কে করিতে পারে?
রবের হুকুম পালন করে পশু যবেহ করে,
রবের তরে হয় না তো খুন মানুষ ভুবন পরে।
পশুগুলো যবেহ করা তাঁরই বিধান,
পশু মনের মানুষ কেন হয়নি নিধন।
বিধির বিধান মেনে মানুষ পশু করে খুন,
কার বিধান মেনে মানুষ, মানুষ করে খুন?
পশুর গলে ছুরি দেওয়া শুধু নয় হয়রানি,
ত্বাকওয়ার তরে সবে কর কুরবানী।
টাকায় কেনে বড় গরু ওরা বড় নেতা,
ওদের কথা লোক মুখে সবার হৃদয়ে গাঁথা।
আমার পিতা গরীব বিধায় সদাই অপমান,
জানতে কেহ চায় না কভু কি দিব কুরবান?
ছোট্ট পশু কিনে পিতা গোপনেতে চলে,
বড় পশুর কথাগুলো সবার গালে গালে।
প্রভুর কাছে ছোট বড় সবাই সমান,
দয়া করে কবুল কর মোর কুরবান!