পশুর গলে অসি দিয়ে কুরবানী সব করে,

পশু মনের কুরবানীটা কে করিতে পারে?

রবের হুকুম পালন করে পশু যবেহ করে,

রবের তরে হয় না তো খুন মানুষ ভুবন পরে।

পশুগুলো যবেহ করা তাঁরই বিধান,

পশু মনের মানুষ কেন হয়নি নিধন।

বিধির বিধান মেনে মানুষ পশু করে খুন,

কার বিধান মেনে মানুষ, মানুষ করে খুন?

পশুর গলে ছুরি দেওয়া শুধু নয় হয়রানি,

ত্বাকওয়ার তরে সবে কর কুরবানী।

টাকায় কেনে বড় গরু ওরা বড় নেতা,

ওদের কথা লোক মুখে সবার হৃদয়ে গাঁথা।

আমার পিতা গরীব বিধায় সদাই অপমান,

জানতে কেহ চায় না কভু কি দিব কুরবান?

ছোট্ট পশু কিনে পিতা গোপনেতে চলে,

বড় পশুর কথাগুলো সবার গালে গালে।

প্রভুর কাছে ছোট বড় সবাই সমান,

দয়া করে কবুল কর মোর কুরবান!






মাযার - হাবিলদার মুহাম্মাদ আনীসুর রহমানবিপিএ, সারদা, রাজশাহী।
ঈদের দিনে - -আতিয়ার রহমানমাদরা,কলারোয়া, সাতক্ষীরা।
কবিতা
অন্ধ গোরের বাতি - আব্দুল্লাহ আল-মা‘রূফআরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
নব-আহবান
ভেজালে সয়লাব - ডাঃ মুহাম্মাদ এনামুল হককলেজ বাজার, বিরামপুর, দিনাজপুর।
কবিতা
আত-তাহরীক সাহিত্য পুরস্কার’১৬ - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
নতুন রবি - তরীকুল ইসলামসান্তাহার, আদমদিঘী, বগুড়া।
তাহরীক তুমি - এফ,এম, নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
অব্যক্ত কষ্ট - মুহাম্মাদ সাইফুল ইসলামশ্যামপুর, মতিহার, রাজশাহী।
আহবান - মুহাম্মাদ সিরাজুদ্দীনশৌলমারী, জলঢাকা, নীলফামারী।
আরও
আরও
.