মহানবী (ছাঃ) বলে গেছেন বিদায় হজ্জের ভাষণে
দু’টি জিনিস রেখে গেলাম তোমাদেরই স্মরণে।
যতদিন কুরআন-হাদীছ অাঁকড়ে ধরে রাখবে
ততদিন তোমরা সবে সঠিক পথে থাকবে।
কভু যদি ভুলে যাও এ দু’টির বাণীকে
পথহারা হয়ে যাবে ডুবে শয়তানীতে।
মুখে বল কুরআনকে ফুল কোড অফ ইসলাম
কাজের বেলায় বলে কেউ অস্পষ্ট এর বিধান।
কুরআনের ব্যাখ্যা হ’ল নবীর বাণী হাদীছ
না পড়ে না বুঝে করলে তোমরা নালিশ।
নতুন রূপে ইজমা-কিয়াস তৈরী তোমরা করলে
শান্তির ধর্ম ইসলামকে দলে দলে ভাঙলে।
কবরপূজা মাযারপূজা শিরক-বিদ‘আতের কারণে
বিশ^ মুসলিম খাচ্ছে মার তাইতো আজ সবখানে।
মুহাম্মাদ মোবারক হোসাইন
বসুয়া অচিনতলা, রাজপাড়া, রাজশাহী।