১৬ই নভেম্বর শনিবার বিরামপুর সরকারী কলেজ ময়দান, বিরামপুর, দিনাজপুর : অদ্য বাদ আছর হ’তে যেলার বিরামপুর উপযেলাধীন বিরাম সরকারী কলেজ ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি সূরা নাহলের ৩৬ আয়াত তেলাওয়াত করে বলেন, পৃথিবীতে ৩টি তাগূতী দর্শনের মুকাবিলায় আহলেহাদীছ আন্দোলন কাজ করে যাচ্ছে। আমেরিকার RAND গবেষণা সংস্থার হিসাব মতে সে ৩টি হ’ল, ধর্মনিপেক্ষতাবাদ, মডারেট ও ছূফীবাদ। এ ৩টি মতবাদ পাশ্চাত্যের অতীব নিকটবর্তী। সালাফী বা আহলেহাদীছগণ ব্যতীত’। যারা পাশ্চাত্যের ঘোর বিরোধী। পক্ষান্তরে ‘মডারেট’ হ’ল তারাই, যারা পাশ্চাত্যের তরীকায় ইসলাম কায়েম করতে চায়। আমীরে জামা‘আত বলেন, আহলেহাদীছ আন্দোলনের জন্য চাই একদল আপোষহীন মানুষ। যারা কেবল নবীদের তরীকায় সমাজের সার্বিক সংস্কার আন্দোলনে জীবনপাত করবে। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সে পথেই মানুষকে আহবান করে। যে পথের শেষ ঠিকানা হ’ল জান্নাত।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, খুলনা যেলার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম, প্রচার সম্পাদক আব্দুন নূর, সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম, আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আনওয়ারুল হক প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু তাহের মেছবাহ।






আরও
আরও
.