যুবসংঘ (২০২০-২২ সেশন) ও আল-‘আওন (২০২০-২১ সেশন)-এর যেলা কমিটি পুনর্গঠন

১. মহাদেবপুর, নওগাঁ ১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় যেলার মহাদেবপুর থানাধীন সোনাপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ও ‘আল-‘আওন’-এর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর, দফতর সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব, ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ ও সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির। অনুষ্ঠানে আব্দুর রহমানকে সভাপতি ও ডা. শাহীনুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘে’র কমিটি এবং ডা. শাহীনুর রহমানকে সভাপতি ও মীযানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট যেলা আল-‘আওনের কমিটি পুনর্গঠন করা হয়।

২. মণিপুর বাযার, গাযীপুর ১৮ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ৯-টায় যেলার মণিপুর বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদ গাযীপুর যেলা ‘যুবসংঘ’ ও ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেল, বর্তমান ছাত্র বিষয়ক সম্পাদক সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির ও মারকায এলাকা ‘সোনামণি’র সহ-পরিচালক নাবিল আহমাদ। অনুষ্ঠানে শরীফুল ইসলাম-১ কে সভাপতি ও সাঈদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘে’র কমিটি এবং আলম হোসাইনকে সভাপতি ও মাহবূবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়

৩. শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদ, রংপুর ১৮ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার সদর থানাধীন শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’ ও ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুছতফা সালাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন যুবসংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি মুখতারুল ইসলাম, আল-‘আওনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন ও রাজশাহী মারকায এলাকা ‘যুবসংঘে’র প্রশিক্ষণ সম্পাদক জাহিদ। অনুষ্ঠানে আব্দুন নূরকে সভাপতি ও হেলালুয্যামানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘে’র কমিটি এবং মশিউর বিন মাহতাবকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়।

৪. আরামনগর, জয়পুরহাট ১৮ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ও ‘আল-‘আওনে’র জয়পুরহাট যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে যেলা শহরের আরামনগর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আজমাল ও আল-‘আওনের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল বাছীর। অনুষ্ঠানে নাজমুল হককে সভাপতি ও মুশতাক আহমাদ সারোয়ারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি এবং আমীনুল ইসলামকে সভাপতি ও হেদায়াতুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট যেলা আল-‘আওনের কমিটি পুনর্গঠন করা হয়।

৫. শাসনগাছা, কুমিল্লা ১৯শে সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ আছর যেলা শহরের শাসনগাছা আল-মারকাযুল ইসলামী কমপ্লে­ক্সে যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ, ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুঈনুল ইসলাম। অনুষ্ঠানে আব্দুস সাত্তারকে সভাপতি ও ওয়ালিউল্লাহকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি এবং ডা. শাহেদ হাসানকে সভাপতি ও মুহাম্মাদ ইউসুফ রণিকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট যেলা আল-‘আওনের কমিটি পুনর্গঠন করা হয়।

৬. বাঁকাল, সাতক্ষীরা ২৪শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টায় যেলার সদর থানাধীন বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়া মাদ্রাসায় ‘যুবসংঘ’ ও ‘আল-‘আওনে’র সাতক্ষীরা যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুজাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিতি ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আজমাল ও আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অনুষ্ঠানে নাজমুল আহসানকে সভাপতি ও মুহাম্মাদ ছফিউল্লাহকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি এবং সাঈদুর রহমানকে সভাপতি ও তানযীমকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়।

৭. জিরানী পুকুরপাড়, সাভার, ঢাকা-উত্তর ২৫শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ৯-টায় ঢাকার সাভার থানার অন্তর্গত জিরানী পুকুরপাড় আহলেহাদীছ জামে মসজিদে ঢাকা-উত্তর সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন ও ‘আল-‘আওনে’র নতুন কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাবেক সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান, প্রচার সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাহরাইনের আল-ফুরক্বান ইসলামিক সেন্টারের দাঈ মুহাম্মাদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে মুহাম্মাদ আব্দুল্লাহ আল-আরাফাতকে সভাপতি ও মুহাম্মাদ ইলিয়াসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি এবং ডা. তাশরীফকে সভাপতি ও আমজাদ হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়

৮. বংশাল, ঢাকা-দক্ষিণ ২৫শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ এশা ঢাকার বংশালস্থ যেলা কার্যালয়ে যেলা ‘যুবসংঘ’ ও ‘আল-‘আওন’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাবেক সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান, প্রচার সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ ও আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে আব্দুল্লাহ আল-মা‘রূফকে সভাপতি ও আব্দুর রাযযাককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি এবং আল-আমীনকে সভাপতি ও মাহমূদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট যেলা আল-‘আওনের কমিটি পুনর্গঠন করা হয়।

৯. মিলনবাজার, মাদারগঞ্জ, জামালপুর-দক্ষিণ ২৫শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ৯-টায় মিলনবাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’ ও আল-‘আওনের যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিনারুল ইসলাম ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল বাছীর। অনুষ্ঠানে মঞ্জুরুল ইসলামকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি এবং মুহাম্মাদ আব্দুল আলীমকে সভাপতি ও মুহাম্মাদ আসাদুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়।

১০. কাঞ্চন, নারায়ণগঞ্জ ২৬শে সেপ্টেম্বর শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলার কাঞ্চন বাজারস্থ যেলা কার্যালয়ে নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’ ও ‘আল-‘আওন’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাবেক সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান, প্রচার সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে ইমরান হাসান আল-আমীনকে সভাপতি ও মুহাম্মাদ রবীউল হাসানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি এবং আবূ নাঈম মুহাম্মাদ সাইফুল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ আযীযুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়।






আরও
আরও
.