আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারী আলহাজ্জ মুহাম্মাদ ছিয়ামুদ্দীন মাষ্টার (৮৬) গত ২০শে এপ্রিল দুপুর ২-টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ঐদিন বাদ এশা আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর পশ্চিম পার্শ্বস্থ ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মুহতারাম আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব মারকায প্রতিষ্ঠা ও পরিচালনায় প্রথমদিকে তার অবদানের কথা স্মরণ করেন এবং তার মাগফিরাতের জন্য দোআ করেন। অতঃপর অছিয়ত অনুযায়ী মারকাযের সাবেক প্রিন্সিপাল আব্দুস সামাদ সালাফী জানাযার ছালাতে ইমামতি করেন। জানাযায় ‘আন্দোলন’ ‘যুবসংঘ’ ও ‘সোনামাণি’ সংগঠনের দায়িত্বশীল, সুধী, মাদরাসার শিক্ষক-ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুছল্লী যোগদান করেন। অতঃপর তাকে পার্শ্ববর্তী কালুর মোড়স্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য যে, তিনি ১৯৩৪ সালের ৬ই জানুয়ারী জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬-১৯৭৮ সাল পর্যন্ত নওদাপাড়া হামিদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

[আমরা মাইয়েতের রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। -সম্পাদক]






আরও
আরও
.