যেলা সম্মেলন : মেহেরপুর
২১শে নভেম্বর শুক্রবার, মেহেরপুর : অদ্য বাদ আছর যেলা শহরের ড. শামসুযযোহা পার্কে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মেহেরপুর যেলার উদ্যোগে যেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদ শফীকুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর উপদেষ্টা মাওলানা হায়দার আলী ও সহ-সভাপতি ইয়াকূব আলী। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ তারীকুযযামান, গাংনী উপযেলার সভাপতি আবুল বাশার আব্দুল্লাহ ও মুজীবনগর উপযেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আহসানুল্লাহ।
যেলা সম্মেলন : গাইবান্ধা
২২শে নভেম্বর শনিবার, শিমুলবাড়ী, সাঘাটা, গাইবান্ধা : অদ্য বাদ যোহর যেলার সাঘাটা থানাধীন শিমুলবাড়ী আল-মা‘হাদ ওমর ইবনুল খাত্তাব (রাঃ) সালাফিইয়াহ মাদ্রাসা ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, প্রচার সম্পাদক আব্দুন নূর ও ‘আহেলহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার, নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আফযাল হোসাইন, বগুড়া যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মুহাম্মাদ আল-আমীন, সঊদী আরব শাখা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি ড. মুহাম্মাদ মীযানুর রহমান, ঢাকা বায়তুল মা‘মুর জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মাদ শামসুর রহমান আযাদী ও আব্দুর রহমান মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স বগুড়ার খতীব মুহাম্মাদ আবূ নো‘মান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মশিউর রহমান। সম্মেলনের সার্বিক সহযোগিতায় ছিলেন, আহলেহাদীছ পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা ও অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি জনাব মশিউর রহমান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব হেবাতুর রহমান।
যেলা সম্মেলন : নরসিংদী
২৪শে নভেম্বর সোমবার, পাঁচদোনা, মাধবদী, নরসিংদী : অদ্য বাদ আছর যেলার মাধবদী উপযেলাধীন পাঁচদোনা স্যার কে.জি গুপ্ত স্কুল এ্যান্ড কলেজ ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নরসিংদী যেলার উদ্যোগে যেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী মুহাম্মাদ আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন ও মাওলানা জাহাঙ্গীর আলম, আহলেহাদীছ ইমাম ও ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি জাহাঙ্গীর হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি দেলাওয়ার হোসাইন ও অর্থ সম্পাদক হেমায়েত হোসাইন।