
২৭শে ডিসেম্বর শুক্রবার, রাজবাড়ী: অদ্য জুম‘আর ছালাতের মাধ্যমে যেলার সদর থানাধীন রেলগেইট বাজার সূর্যনগর বাইতুল হিকমাহ আহলেহাদীছ জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্বোধন করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডে’র চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অতঃপর বাদ জুম‘আ যেলা আন্দোলন-এর সভাপতি মাওলানা মক্ববূল হোসাইনের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত মসজিদের সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি গাযী মুখতার, সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান প্রমুখ।