শিবগঞ্জ, বগুড়া ২৭শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যেলার শিবগঞ্জ থানার কুড়াহার এলাকার উদ্যোগে কুড়াহার সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় জনাব যহূরুল ইসলাম কাযীর সভাপতিত্বে ও আটমূল সালাফিইয়াহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আযাদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আল-আমীন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, স্থানীয় ইঠাইল আহলেহাদীছ জামে মসজিদের খতীব আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন স্থানীয় মুহাম্মাদ রবীউল ইসলাম ও আব্দুল কাদের। সুধী সমাবেশে বিপুল সংখ্যক শ্রোতা উপস্থিত হন। মহিলাদের জন্যও পৃথক প্যান্ডেলের ব্যবস্থা ছিল। উভয় প্যান্ডেলই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ সুধী সমাবেশে যোগদান করেন। উল্লেখ্য যে, কেন্দ্রীয় মেহমান বগুড়া পৌঁছে গাবতলী থানার দক্ষিণ বাগবাড়ী গ্রামে জনাব আলহাজ্জ জিন্নাত আলী-এর দানকৃত জমিতে সদ্য চালুকৃত ‘জান্নাতুন নেসা মহিলা মাদরাসা’ পরিদর্শ করেন। এ সময়ে তিনি কুরআন সবক নেওয়া ৫ জন শিক্ষার্থীর হাতে কুরআন মাজীদ তুলে দেন। অতঃপর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয মুখলেছুর রহমানের সবক দানের পর তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত উপদেশমূলক বক্তব্য পেশ করেন। সেখান থেকে বগুড়া শহরে পৌঁছে তিন মাথা রেল গেইটের নিকটবর্তী ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। এ সময়ে যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মটর সাইকেল এক্সিডেন্টে দীর্ঘদিন যাবত অসুস্থ জনাব আব্দুর রহীম কষ্ট করে জুম‘আয় উপস্থিত হন। কেন্দ্রীয় মেহমান তার সুস্থতার জন্য খাছ দো‘আ করেন।

মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ২৭শে এপ্রিল শুক্রবার : অদ্য বিকাল ৩-টায় গোবিন্দগঞ্জ থানাধীন মহিমাগঞ্জ রেল স্টেশন সংলগ্ন আহলেহাদীছ মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ ও ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আলতামাসুল ইসলাম,  যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্ল­াহ আল-মামূন, গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মশীউর রহমান ও ‘সোনামণি’র পরিচালক হাফেয ওবায়দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ইউনুস আলী।

জয়নগর, ফুলবাড়ী, দিনাজপুর ২৭শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার ফুলবাড়ী থানাধীন জয়নগর বাজার মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ফুলবাড়ী উপযেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক যাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম।

একই দিন বাদ এশা ফুলবাড়ী উপযেলার গৌরীপাড়া আল-ফালাহ হাশেমী জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

শ্রীখন্ডি, চারঘাট, রাজশাহী ১১ই মে শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার চারঘাট থানাধীন শ্রীখন্ডি আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চারঘাট উপযেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ ইদরীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন রাজশাহী পূর্ব যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ খুরশেদ আলম।






সার্বিক জীবনকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে গড়ে তুলুন! - -আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
জোর করে দেশের উপরে বিদেশী সংস্কৃতি চাপিয়ে দেবেন না - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-হেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটি গঠন
যেলা সম্মেলন : মেহেরপুর (জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে কাজ করুন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সীরাত সেমিনার ২০২১
বাংলাদেশের সংবিধান হৌক ইসলাম! (আঞ্চলিক সম্মেলন : রাজশাহী)
২০২৪ সেশনের উদ্বোধনী ক্লাস (মারকায সংবাদ)
আল-‘আওন
যেলা সম্মেলন : সাতক্ষীরা (হে মানুষ! তোমাকে তোমার সৃষ্টিকর্তা আল্লাহর নিকট ফিরে যেতে হবে )
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
আরও
আরও
.