১৪ই অক্টোবর সোমবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য দুপুর ১২-টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সদ্য দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক জনাব মুহাম্মাদ সাইফুল ইসলাম তার রাজশাহী সফরের একপর্যায়ে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয়ে আগমন করেন।

এসময় তিনি ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় কার্যালয় দারুল ইমারতে আমীরে জামা‘আতের সাথে সাক্ষাৎ করেন। আমীরে জামা‘আত তাঁকে ধন্যবাদ জানান এবং বিদায়ের সময় তাঁর রচিত গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ হাদিয়া দেন।

অতঃপর তিনি মারকাযের বালক-বালিকা উভয় শাখা ও নির্মাণাধীন কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করেন এবং বাদ যোহর মারকাযের পূর্ব পার্শ্বস্থ মসজিদে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য পেশ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, মারকাযের সেক্রেটারী মাওলানা দুররুল হুদা ও ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম প্রমুখ।







আল-হেরা
সোনামণি
সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : নওগাঁ ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
আন্দোলন সুধী সমাবেশ
রোহিঙ্গা শরণার্থীদের পাশে আমীরে জামা‘আত (নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে জোরালো ভূমিকা রাখুন!) - -বিশ্ববাসীর প্রতি আমীরে জামা‘আত
বন্যাত্রাণ বিতরণ (গঙ্গাচড়া, রংপুর-পশ্চিম; ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর)
আন্দোলন (দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন)
আমরা স্তম্ভিত ও শোকাহত - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কক্সবাজারে মসজিদ উদ্বোধন
তাওহীদ, রিসালাত ও আখেরাত বিশ্বাসের ভিত্তিতে জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন : কক্সবাজার ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ (সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২১)
আরও
আরও
.